স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে রাতভর যাদবপুরের কেপিসি হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখালেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার সকালেও সেই বিক্ষোভ চলতে থাকে। ঘটনাটি ঘটেছে যাদবপুর কেপিসি হাসপাতালের গেটের সামনে। সারারাত ধরে জুনিয়ার চিকিৎসকরা আন্দোলনে সামিল হন। হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা এসে বোঝালেও কোনও লাভ হয়নি। তাঁরা নিজের দাবিতে অনড় থেকেছেন। চিকিৎসকদের হুঁশিয়ারি, তাঁদের দাবিদাওয়া না মিটলে, হাসপাতাল থেকে কর্তৃপক্ষের কাউকে বের হতে দেওয়া হবে না। তাছাড়া দাবি না মানার ক্ষেত্রে অনির্দিষ্টকাল ধরে এই আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই ঘটনায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।জুনিয়র চিকিৎসকদের দাবি, অন্যান্য সরকারি বা বেসরকারি হাসপাতালে ইন্টার্নদের যে পরিমাণ স্টাইপেন্ড দেওয়া হয়, এখানে সেটা তাঁরা পান না। তাঁদের অভিযোগ, এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বিক্ষোভের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তাঁরা। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে নড়েচড়ে বসেছে কেপিসি কর্তৃপক্ষ। এদিন সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখান জুনিয়ার চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ জুনিয়র চিকিৎসকদের বোঝাতে সিনিয়র চিকিৎসকদের মাঠে নামায়। কিন্তু নায্য স্টাইপেন্ডের দাবিতে নিজের অবস্থান থেকে সরতে রাজি হননি জুনিয়র চিকিৎসকরা।