সপ্তাহন্তে শনি-রবিবার মানেই এই মুহূর্তে চর্চার বিষয়বস্তু হয়ে ওঠে ‘ডান্স বাংলা ডান্স’। এই মুহূর্তে জমে উঠেছে এই রিয়েলিটি শোয়ের মঞ্চ। আর এই সপ্তাহে এই শোয়ের অন্যতম আকর্ষণ হলেন কাঞ্চন মল্লিক। প্রতিযোগীদের সঙ্গে জমিয়ে নাচতে দেখা যাবে তাঁকে, কিন্তু সেটাও আবার স্কার্ট পরে!
হ্যাঁ, ঠিকই শুনছেন। আর তারই ঝলক উঠে এসেছে চ্যানেল কর্তৃপক্ষের পোস্ট করা শোয়ের প্রমোতে। ‘ডান্স বাংলা ডান্স’-এর বিশেষ পর্বে অদ্ভুত পোশাকে নাচতে দেখা যায় কাঞ্চনকে। তাঁর পরনে ছিল কমলা পাড় বসানো অফ হোয়াইট রঙের স্কার্ট। ওপরে ছিল সাদা শার্ট আর ব্লেজার, পায়ে ছিল সাদা স্নিকার্স। আর গলায় ঝুলিয়ে নিয়েছিলেন একখানা রেডিও। আর এই পোশাকেই বলিউডের ‘স্ত্রী-২’ ছবির 'লেকে আয়া ভি ম্যয় ঘর সে সাজাই নেহি গানে নাচতে দেখা যায়।
আবার এই নাচে কাঞ্চনের সঙ্গে যোগ দেন শোয়ের বিচারক কৌশানি মুখোপাধ্যায়। কাঞ্চনের স্কার্ট মুখে করে টেনে তাঁর সঙ্গে নাচেন কৌশানিও।
আরও পড়ুন-বল বিরাটের হেলমেটে আঘাত করতেই আঁতকে ওঠেন, ভয় পেয়ে ঠিক কী করলেন অনুষ্কা শর্মা?
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা শোয়ের এই প্রোমো দেখে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়েছে। একজন লিখেছেন, ‘যেন ড্রেস, তেমনই গানে নাচ’, কেউ ট্রোল করে লিখেছেন, ‘জোকার টাকে আনার কী দরকার ছিলো’! কারোর প্রশ্ন, ‘এসব কী নাচ?’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
এদিকে আবার 'ডান্স বাংলা ডান্স'-এর আরও একটি প্রোমোতে দেখা যাচ্ছে, এই শোয়ের এই স্পেশাল পর্বে হাজির হবেন অভিনেতা সুজন মুখোপাধ্যায়কে। তিনিও মোকাম্বো সেজে শোয়ের খুদে প্রতিযোগীদের সঙ্গে নাচবেন। শোয়ের শ্যুটিংয়ের সেই মুহূর্তগুলিই উঠে এসেছে প্রোমোতে। তাঁদের 'মিস্টার ইন্ডিয়া' ছবির শ্রীদেবীর বিখ্যাত গান 'হাওয়া হাওয়াই'-গানে নাচতে দেখা যাবে।
এদিকে 'ডান্স বাংলা ডান্স' শোয়ে এবার বিচারকের আসনে দেখা যাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। আর মহাগুরুর আসনে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে। আর সঞ্চলকের ভূমিকায় দেখা যাচ্ছে বেশকয়েকজন খুদে শিল্পীকে।