আজ শনিবার ছুটির দিন থাকায় ব্যাঙ্ক বন্ধ ছিল। তবে স্থানীয়রা সকালে উঠেই লক্ষ্য করেন ব্যাঙ্কের জানালা ভাঙা রয়েছে। তখনই খবর দেওয়া হয় পুলিশে। এদিকে ব্যাঙ্ক ছুটি থাকায় পুলিশ ফোনে ব্যাঙ্কের আধিকারিকদের ঘটনাস্থলে ডেকে পাঠায়।
ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা। প্রতীকী ছবি
বীরভূমের পারুইয়ের পর এবার নলহাটি। ব্যাঙ্কের জানালা ভেঙে ডাকাতির চেষ্টা করল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার কলিঠা গ্রামে। একটি গ্রামীণ ব্যাঙ্কের জানালা ভেঙে দুষ্কৃতীরা ডাকাতির করার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, দিন দুয়েক আগেই বীরভূমের পারুইয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রায় একই কায়দায় ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছিল। তারপরে ফের এই ধরনের ঘটনায় ব্যাঙ্কগুলির নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার ছুটির দিন থাকায় ব্যাঙ্ক বন্ধ ছিল। তবে স্থানীয়রা সকালে উঠেই লক্ষ্য করেন ব্যাঙ্কের জানালা ভাঙা রয়েছে। তখনই খবর দেওয়া হয় পুলিশে। এদিকে ব্যাঙ্ক ছুটি থাকায় পুলিশ ফোনে ব্যাঙ্কের আধিকারিকদের ঘটনাস্থলে ডেকে পাঠায়। পরে ব্যাঙ্কের আধিকারিকদের নিয়ে পুলিশ ব্যাঙ্কের ভিতরে ঢুকে দেখতে পায় সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ব্যাঙ্কের বেশ কয়েকটি আলমারি খোলা ছিল। কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তাছাড়া ক্যাশিয়ারের ড্রয়ারও খোলা হয়েছিল। তবে ব্যাঙ্কের ভল্টটি মজবুত থাকায় তা খুলতে পারেনি ডাকাত দল। সে ক্ষেত্রে দুষ্কৃতীরা ক্যাশিয়ারের ড্রয়ার থেকে চাবি খোঁজার চেষ্টা করতে পারে বলে মনে করছে পুলিশ। এমন ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।
এই ঘটনায় পুলিশ ব্যাঙ্কে থাকা সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। এছাড়াও ব্যাঙ্কের ভিতর থেকে দুটি শাবল উদ্ধার হয়েছে। পুলিশের অনুমান, শাবল দিয়ে জানালা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা। পরে তারা ভল্টটি ভাঙার চেষ্টা করে। কিন্তু তাতে তারা ব্যর্থ হয়। যদিও ব্যাঙ্কের আধিকারিকরা জানান, টাকা চুরি করতে পারেনি দুষ্কৃতীরা। তবে সব নথিপত্র আছে কিনা তা কাজ করার সময় বোঝা যাবে।