বাংলা নিউজ >
দেখতেই হবে >
কাশ্মীর উপত্যকার এই খুদে সাংবাদিককে চেনেন নাকি! সাড়া ফেলে দিল একরত্তি মেয়ে
Updated: 11 Jan 2022, 05:21 PM IST
লেখক Sritama Mitra
চারিদিকে কাদায় জেরবার রাস্তা। চলার মতো পরিস্থিতি ক... more
চারিদিকে কাদায় জেরবার রাস্তা। চলার মতো পরিস্থিতি কোনও দিকে নেই। তার মাঝখানে একরত্তি মেয়ে হাতে মাইক্রোফোন ধরে রিপোর্টিং করে চলেছে! একেবারে যেন পাক্কা সাংবাদিক। এই ছবি কাশ্মীর উপত্যকার। পরনে লাল জ্যাকেট, আর পকেটে হাত রেখে, অন্য হাতে মাইক্রোফোন নিয়ে সে ভিডিয়োতে দেখাতে শুরু করে , কতটা খারাপ পরিস্থিতি কাশ্মীরের অলি গলির রাস্তাঘাটে। এই ভিডিয়ো কবে শ্যুট করা হয়েছে তার তারিখ জানা যায়নি এখনও। জানা যায়নি, কোন এলাকা নিয়ে এই ছোট্ট সাংবাদিক বেহাল রাস্তার অভিযোগ তুলেছে! তবে তথ্যের সেই সব খুঁটিনাটি ভুলে নেট দুনিয়া মশগুল আপাতত এই একরত্তি মেয়ের সাংবাদিকতায়।