ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড দল। চোটের কারণে ছিটকে গেলেন জোফ্রা আর্চার। ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ শুরুর কয়েক সপ্তাহ আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড ক্রিকেট দল। দলের তারকা পেসার জোফ্রা আর্চার ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। ইংল্যান্ড ২৯ মে থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। তবে আর্চারের সেবাদান পাওয়া হবে না বলে নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)।
আরও পড়ুন … কোন পথে ধোনির ভবিষ্যত? IPL 2025 শেষে কঠিন চ্যালেঞ্জের মুখে চেন্নাই সুপার কিংস
আইপিএল ২০২৫-এ রাজস্থান রয়্যালসের হয়ে শেষ দুটি ম্যাচে খেলেননি আর্চার। তাঁর সর্বশেষ ম্যাচ ছিল ৪ মে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে। তাঁর ইনজুরি পরিস্থিতি আগামী দুই সপ্তাহে মূল্যায়ন করবে ইংল্যান্ডের মেডিকেল দল, জুন ২০ থেকে শুরু হতে যাওয়া ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি খেলতে পারবেন কি না, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন … গ্লোবাল ভিউয়ারশিপে রেকর্ড গড়ল ICC Champions Trophy 2025! ভারতের এই ম্যাচ দেখেছে সবচেয়ে বেশি দর্শক
ECB এক বিবৃতিতে জানায়, ‘ইংল্যান্ড পুরুষ দল এবং সাসেক্সের পেসার জোফ্রা আর্চার ডান হাতের বুড়ো আঙুলের ইনজুরির কারণে মেট্রো ব্যাংক ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে মেডিকেল টিম তাঁকে আবার পর্যবেক্ষণ করবে যাতে তাঁর ফিটনেস এবং ফেরার সময় নির্ধারণ করা যায়। ল্যাঙ্কাশায়ারের লুক উডকে তিন ম্যাচের সিরিজের জন্য ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে যুক্ত করা হয়েছে, যা শুরু হবে ২৯ মে এজবাস্টনে।’
আরও পড়ুন … বাকি গ্রুপ লিগের আট ম্যাচ, লড়াইয়ে পাঁচটা দল! কোন অঙ্কে IPL 2025-এর শীর্ষ দুই-এ উঠবে কারা?
রাজস্থানের হয়ে আর্চার ছিলেন যুগ্ম সর্বোচ্চ উইকেট শিকারি। ১২ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন ৩৯.১৮ গড় এবং ৩/৪৫ সেরা বোলিং ফিগারসহ। ৩০ বছর বয়সি আর্চার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে ভারতের বিপক্ষেই। তিনি এখন পর্যন্ত ১৩টি টেস্ট ম্যাচে ৪২ উইকেট নিয়েছেন ৩১.০৪ গড়ে, যার মধ্যে রয়েছে ৩টি পাঁচ উইকেট শিকার। জেমস অ্যান্ডারসনের অবসর নেওয়ার পর ইংল্যান্ডের বোলিং আক্রমণে অভিজ্ঞতার ঘাটতি দেখা দিয়েছে। তাই আশা করা হচ্ছে আর্চার দ্রুত সেরে উঠবেন এবং ভারত সফরে দলের গুরুত্বপূর্ণ অংশ হতে পারবেন।