সম্প্রতি ভিডিয়ো বৌমা ধারাবাহিকের একটি দৃশ্য দারুণ ভাইরাল হয়েছে। শুধু দৃশ্য নয়, সেই দৃশ্যের স্ক্রিনশট পর্যন্ত ভাইরাল হয়ে গিয়েছে। এটি সেই ভিডিয়ো বা ছবিতে দেখা যাচ্ছে আরিয়ান ভৌমিকের চোখ খুলে ঝুলছে। এই দেখে হাসি থামছেই না নেটপাড়ার।
কী ঘটেছে?
যে স্ক্রিনশট ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আরিয়ান ভৌমিকের বাঁ চোখ রক্তারক্তি অবস্থা আর চোখ খুলে বাইরে ঝুলছে। অন্যদিকে গোটা সিনের ক্লিপ দেখে বিষয়টা খানিকটা বোঝা গেল। আরিয়ান ভৌমিক আসলে ওভাবে নায়িকা অর্থাৎ মাটির ভাইকে ভয় দেখিয়ে মজা করতে চেয়েছিল। আর আরিয়ান অর্থাৎ আকাশের চরিত্রের এই মজা দেখে অসুস্থ হয়ে পড়ে মাটির ভাই। এরপর নায়িকা নায়ককে তীব্র ভর্ৎসনা করে। জানায় তার ভাই নাকি আকাশের জন্য অসুস্থ হয়ে পড়েছে। এরপরই আকাশের চোখ ঠিক হয়ে যেতে দেখা যায়, এবং সে জানায় যে না বুঝেই এই ঘটনা ঘটিয়ে ফেলেছে।
আরও পড়ুন: ৪ জুন থেকেই সফর শুরু 'কুসুম'-এর! তানিষ্কার আগমনে কপাল পুড়ল কার 'মিঠিঝোরা' নাকি 'তুই আমার হিরো'র?
কে কী বলছেন?
এক ব্যক্তি এই ভিডিয়ো শেয়ার করে লেখেন, 'চোখ থাকলে কত কিছুই না সহ্য করে যেতে হয়।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'চোখের ভেতর নিজের চোখের একটা পাপড়ি চলে গেলে লুটায় পড়ি আর এটার চোখ তো বের হয়ে গেছে তাতে কী করে এমন স্বাভাবিক আছে? কি এডিট রে বাবা।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'চোখ ক্যান্ডি চোখে লাগিয়ে রাখছে কেন?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এ কোন সাধারণ অভিনয় নয় লা! এগুলো ইন্ডিয়ান সিরিয়ালেই সম্ভব।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'চোখ খুলে বাইরে বেরিয়ে আসল, নায়ক তারপরেও দাঁড়িয়ে আছে কি সুন্দর। কি আর বলব ভাই কি সব সিরিয়াল এগুলা।'
অনেকেই আবার নায়িকার দাঁত নিয়েও মন্তব্য করেন। এক ব্যক্তি লেখেন, 'হলুদ কালার দাঁত দেখে আমারও ঘেন্না করতিসে।' দ্বিতীয় জন লেখেন, 'দাঁতের কি অবস্তা নায়কার।'
আরও পড়ুন: 'উনি তো পর্ন বানান...' কিয়ারাকে নিয়ে যৌনগন্ধী মন্তব্য, আগেই রামগোপালের ধরন বোঝেন পরম! কী বলেছিলেন?
আরও পড়ুন: LOC-র কাছে কাশ্মীরের এই পাসটা এক বলি অভিনেত্রীর নামে, দেশের জন্য কী করেছিলেন সেই সুপারস্টার?