বাংলা নিউজ >
দেখতেই হবে >
মনস্তাত্ত্বিক থ্রিলার ছবি 'স্লেয়ার'-এ ট্রেলার লঞ্চে দর্শকদের বিশেষ অনুরোধ আরিয়ানের!
Updated: 19 May 2025, 12:40 PM IST
Sayani Rana
আসছে আরিয়ান ভৌমিকের নতুন ছবি স্লেয়ার। ছবিতে আরিয়ানের বিপরীতে দেখা যাবে শুভঙ্কি ধরকে। তাঁরা ছাড়াও ছবিতে থাকছেন সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্য ও অন্যান্য। বৃহস্পতিবার ছিল ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে আরিয়ান, শুভঙ্কি-সহ ছবির সব কলাকুশলীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।