এবার পাকিস্তানের মুখোশ বিশ্বের দরবারে খুলে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাসবাদ যদি পাগলা কুকুর হয় তাহলে পাকিস্তান তাদের হিংস্র মনিব! কারণ সন্ত্রাসবাদকে লালনপালন করছে। এই কড়া ভাষাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ধুয়ে দিলেন পাকিস্তানকে। পহেলগাঁও হামলায় ২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছিল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। তারপরই জবাবে হয় ‘অপারেশন সিঁদুর’। আর পাকিস্তানের সন্ত্রাসবাদ কার্যকলাপ নিয়ে বহুদলীয় সাংসদরা বিদেশের মাটিতে এখন তথ্য তুলে ধরছেন। আর সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতা হয়েও ভারতের হয়ে জোরালো সওয়াল করলেন।
এদিকে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দ্বিচারিতা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে ৭টি বহুদলীয় প্রতিনিধিদল তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। বিশ্বের ৩৩টি দেশে যাবে এই প্রতিনিধি দল। রাশিয়া, জাপানে পৌঁছে গিয়েছেন নয়াদিল্লির দূতরা। আর সেখানে সোচ্চার হলেন অভিষেক পাকিস্তানের কুৎসিত চক্রান্ত নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারত কখনও মাথানত করবে না। আমরা এখানে এই বার্তাই দিতে এসেছি। আমরা ভীত নই। আমি বিরোধী রাজনৈতিক দলের নেতা। পাকিস্তান যে ভাষায় বোঝে সেই ভাষাতেই শিক্ষা দেওয়া প্রয়োজন। যদি সন্ত্রাস পাগলা কুকুর হয়, তবে পাকিস্তান তাকে লালন পালন করছে। বিশ্বে সকলকে একজোট হয়ে ওই লালন পালনকারীকে প্রতিরোধ করতে হবে। না হলে ওই লালন পালনকারী আরও পাগলা কুকুরের জন্ম দেবে। ভারত দায়বদ্ধ পাকিস্তানকে শিক্ষা দিতে।’
অন্যদিকে জাপানের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান তাকাশি এন্ডো অভিষেকদের সঙ্গে বৈঠক করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানের পাশে থাকার কথা জানান তিনি। তারপর অভিষেকরা জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়ায়ার সঙ্গে টোকিওতে বৈঠক করেন। সেখানে ভারত–জাপানের সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে কথা হয়েছে। আজ শনিবার সকালে টোকিওতে প্রবাসী ভারতীয়দের সভায় পাকিস্তানের বিরুদ্ধে কড়া কথা বলেছেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: আলিপুরদুয়ারের বাসিন্দা দ্রুত বিদ্যুৎ সংযোগ পেলেন, মুখ্যমন্ত্রীকে ফোন করতেই ঘরে জ্বলল আলো
আজ সেখানেই প্রবাসীদের সামনে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিবরণ তুলে ধরেন অভিষেক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, ‘২২ এপ্রিল কাশ্মীরে হামলা চালিয়ে জঙ্গিরা পাকিস্তানে ফিরে গিয়েছিল। তারপরও পাকিস্তানকে দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু ওরা জঙ্গিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি।’ সন্ত্রাসবাদের ষড়যন্ত্রকারীদের শাস্তির পক্ষেও জোর সওয়াল করেছেন জাপানের বিদেশমন্ত্রী। আর জাপানের বিশিষ্টজনদের সঙ্গেও বৈঠক করেছেন অভিষেকরা।
জাপানের পর অভিষেকদের প্রতিনিধিদল আরও চারটি দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়াতে যাবেন। তবে তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এইচ ই ফুকুসিরো নুকাগাকে বাংলায় আসতে আমন্ত্রণ করেন। অভিষেকের কথায়, ‘এরপর গত ৭ মে ভারতের পক্ষ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান করা হয়। সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে একজন নাগরিকের ক্ষতি না করেও পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়।’