বেঙ্গালুরু বিমানবন্দরে যাওয়ার পথে বাঙালি বায়ুসেনা অফিসার এবং তাঁর স্ত্রীকে হেনস্থাকাণ্ডে নতুন মোড়। সোমবারই এক ভিডিও বার্তায় স্কোয়াড্রন লিডার স্ত্রী মধুমিতা বোসকে নিয়ে উইং কমান্ডার আদিত্য বসু বিমানবন্দরের দিকে যাওয়ার সময় এক অজ্ঞাত পরিচয় বাইক চালকের হাতে নিগ্রহের শিকার হন বলে অভিযোগ। এমনকি ওই বায়ুসেনা অফিসারকে মারধর করা হয় বলেও অভিযোগ। কিন্তু মঙ্গলবার ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই ঘুরে যায় অভিযোগের তির। ডিআরডিও-র ওই অফিসার উল্টে স্থানীয় ব্যক্তির উপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে। (আরও পড়ুন: বাংলাদেশের মাটিতে আরাকান আর্মির 'উৎসব', আর ইউনুস নাকি চোখ রাঙায় ভারতকে!)
সিসিটিভি ফুটেজ দেখে ডিসিপি দেবরাজ ডি জানান, 'এটি কন্নড় বনাম অ-কন্নড় ভাষীদের ঘটনা নয়। ঘটনাটি দুপক্ষের তরফেই এড়ানো যেত। আমরা অভিযোগ দায়ের করে একজনকে গ্রেফতার করেছি।' সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করা হয়েছিল। সেখানে বায়ুসেনা অফিসার আদিত্য অভিযোগ করেন, তাঁর এবং স্ত্রীয়ের উপর এক কন্নড়ভাষী হামলা চালায়। বাইকে করে এসে তাদের গাড়ি আটকে কন্নড় ভাষায় গালিগালাজ করতে থাকেন এক ব্যক্তি। গাড়িতে ডিআরডিও-র স্টিকার দেখতেই ওই বাইকে থাকা ব্যক্তি আরও কটূক্তি করতে থাকেন। গাড়ি থেকে নামতেই আদিত্যর উপর সে চড়াও হয় বলে অভিযোগ। চাবি দিয়ে কপালে আঘাত করায় আদিত্য রক্তাক্ত হন। এরপর বাইকে থাকা ব্যক্তির সঙ্গে আরও কিছু স্থানীয় জড়ো হয়ে পাথর ছোড়েন বলেও অভিযোগ। পুলিশের বিরুদ্ধেও কোনও পদক্ষেপ না করার অভিযোগ ছিল ওই দম্পতির। (আরও পড়ুন: জলে কলকাতা পুলিশের ভাবমূর্তি, এবার ASI-এর থাপ্পড় কাণ্ডে শুরু তদন্ত)
আরও পড়ুন: বাংলাদেশকে ভারত বোঝাল - 'আপনাকে বড় বলে, বড় সে নয়...'
কিন্তু নতুন ভিডিওতে দেখা গেছে, সবুজ জ্যাকেট পরা এক ব্যক্তির দিকে তেড়ে যাচ্ছেন উইং কমান্ডার আদিত্য বোস ও তাঁর স্ত্রী মধুমিতা। মারামারি ও শারীরিক নিগ্রহ প্রথমে ওই বায়ুসেনার অফিসারই শুরু করেন বলে দেখা গিয়েছে ফুটেজে।একটি ফুটেজে আবার স্পষ্ট দেখা যাচ্ছে, ওই স্থানীয় ব্যক্তিকে রাস্তায় ধাক্কা মেরে বারবার লাথি মারছেন আদিত্য বোস। বাকি স্থানীয়রা উল্টে তাঁকে থামাতে গিয়েছিলেন। এদিকে, উইং কমান্ডার আদিত্য বোসের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই বাইক চালককে গ্রেফতার করা হয়েছে।