রাজধানী দিল্লির রাস্তায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। দিল্লির শাহদারা জেলার জগৎপুরীতে ২০-২২ বছরের এক যুবককে খুন করে পার্কে ফেলে রাখা হয় বলে জানা গিয়েছে। রাতে রক্তাক্ত অবস্থায় সেই যুবকের লাশ পাওয়া যায়। নিহতের নাম সজন। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে রিপোর্টে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থল সিল করে দিয়েছে পুলিশ। ফরেন্সিক বিশেষজ্ঞরা গিয়ে সেখান থেকে তথ্যপ্রমাণ ও নমুনা সংগ্রহ করে।
এই খুনের ঘটনা নিয়ে শাহদারার ডিসিপি প্রশান্ত গৌতম বলেছেন, 'রাত ১০টা ৩৯ মিনিট নাগাদ আমাদের কাছে ফোন আসে ২০-২২ বছরের এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। মৃত সজন জগৎপুরীর বাসিন্দা। পুলিশ আরও তদন্ত করছে। রাত ৩টা পর্যন্ত তদন্তে জানা গেছে, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।'
এর আগে সোমবার উত্তর-পূর্ব দিল্লির যমুনা বিহার এলাকায় ১৯ বছর বয়সি এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছিল। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, বিকেল ৫টা ২৫ মিনিট নাগাদ ভজনপুরা থানায় ছুরিকাঘাতের খবর যায়। সেই খবর পাওয়ার পর তৎক্ষণাৎ সি-৩, আদিত্য কমপ্লেক্স, যমুনা বিহারে ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছিল। ঘটনাস্থল থেকে কৃষ্ণাকে জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জিটিবি হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে ভজনপুরা থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ (১) ধারায় মামলা রুজু করা হয়েছে। আক্রান্ত ও হামলাকারী পরস্পরকে চেনে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশি দল মোতায়েন করা হয়েছে। তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, হামলার আসল উদ্দেশ্য জানার চেষ্টা চলছে।