বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তীব্র আক্রমণ করলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি শেখ হাসিনাকে স্বাধীনতার চেতনার বিরোধী এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে বলে কটাক্ষ করেছেন। শুধু তাই নয়, শেখ হাসিনা রাজনীতিবিদদের ধ্বংস করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেছেন।
আরও পড়ুন: 'আবার পথে নামতে হবে...', এবার ইউনুসের বিরুদ্ধে আন্দোলনের ডাক BNP-র?
১৭ বছর পর মঙ্গলবার জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। তাঁর কারামুক্তির পর বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী। সেখানেই তিনি বক্তব্য রাখতে গিয়ে শেখ হাসিনাকে তীব্র আক্রমণ করেন। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষে লোক ছিলেন না। তিনি সবসময় স্বাধীনতার চেতনার বিরোধী ছিলেন। শুধু তাই নয়, শেখ হাসিনাকে মিথ্যাবাদী লুটেরা বলে কটাক্ষ করেন বিএনপি নেতা। তিনি বলেন, যে সমস্ত মিথ্যাবাদী লুটেরা বাংলাদেশকে লুটপাটের জন্য ব্যবহার করেছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আর যারা সৎপথে রাজনীতি করেছেন তারা সব সময় জনগণের পক্ষে কাজ করেছেন। তারা মুক্তিযুদ্ধ এবং অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত থেকেছেন। আর সেই সমস্ত রাজনীতিবিদদের ধ্বংস করার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে গিয়েছেন শেখ হাসিনা।
শুধু তাই নয়, শেখ হাসিনা স্বাধীনতার পক্ষে থাকা মানুষদের ক্ষতি করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেছেন রিজভী। আরও একধাপ এগিয়ে শেখ হাসিনাকে ‘ভয়ঙ্কর ফ্যাসিস্ট খুনি’ বলে আক্রমণ করেছেন রিজভী। শুধু তাই নয়, যারা শেখ হাসিনাকে সমর্থন করেন তাদেরকেও আক্রমণ করতে ছাড়েননি বিএনপি নেতা। তাঁর বক্তব্য, এরা স্বাধীনতায় বিশ্বাস করে না।
উল্লেখ্য, গতকাল বেলা ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু। জেল থেকে মুক্তি পাওয়ার পরেই দলের নেতা কর্মীরা তাঁকে স্বাগত জানান। এরপর তিনি দলের নেতা কর্মীদের সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে গিয়ে বিএনপির জিয়াউর রহমানের কবরে যান। পাশাপাশি দলের বিভিন্ন কার্যালয়ে বিএনপি নেতার মুক্তির খুশিতে মিষ্টি বিতরণ করা হয়।
প্রসঙ্গত, গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত ছিলেন পিন্টু। সেই মামলায় ২১ অগস্ট তাঁকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। তবে মামলাটি হাইকোর্টে উঠলে নিম্ন আদালতের রায় বাতিল হয়ে যায়। এরপর গত ১ ডিসেম্বর তাঁকে মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট।