বান্ধবীর জন্য বয়ফ্রেন্ডকে কত কী না করতে হয়! এই যেমন অসমের ২৭ বছর বয়সি এক যুবক। গার্ল ফ্রেন্ডকে উপহার দিতে চেয়েছিলেন তিনি। তার জন্য টাকার দরকার। সেই মতো তিনি ছক কষেন। মুখে কেবলমাত্র একটা মাস্ক। এরপর একেবারে নগ্ন হয়ে তিনি সিঁদ কেটে বেঙ্গালুরুর একটা ফোনের দোকানে ঢুকে পড়েন।
প্রথমে জামাকাপড় ছেড়ে ফেলেন। এরপর দক্ষিণ বেঙ্গালুরুর হোঙ্গাসান্দরার ওই দোকানের পেছনে যান। সেখানে ২ ফুটের একটা সিঁদ কাটা ছিল। তার মধ্য়ে দিয়ে তিনি মোবাইলের দোকানে ঢুকে পড়েন। আসলে জামাকাপড় পরে গেলে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেকারণে তিনি নগ্ন হয়েই ভেতরে ঢুকে পড়েন। তবে পরিচয় গোপন করার জন্য় মুখে মাস্ক পরা ছিল। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।
৯ মের ঘটনা। পুলিশ প্রথমে ভাবছিল হয়তো কোনও চোরের দলের কাজ এটা। এদিকে সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন মোবাইলের দোকানে ঘুরঘুর করছে। তবে কম দামের সস্তা ফোনে তার নজর নেই। কেবলমাত্র দামী ফোন দেখছে। এরপর ১৫,০০০ টাকা মূল্যের একটা ফোন তুলে নেয়। কিন্তু সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় যে ওই যুবকের পরনে কিছু নেই। এটা দেখে অবাক হয়ে যায় পুলিশ।