সিনেবাপ মৃন্ময় দাস আর বং গাই-য়ের লড়াইয়ে জমজমাট হয়ে উঠেছে কনটেন্ট ক্রিয়েটারদের দুনিয়া। ওরা একে-অপরের বিরুদ্ধে ভিডিয়ো তো করেইছেন, সঙ্গে এই ঝামেলা নিয়ে ভিডিয়ো শেয়ার করেছেন আরও কিছু ইউটিউবার। ফলে নেট দুনিয়ায় এখন মারমার-কাটকাট ব্যাপার।
এবার বং গাই ভার্সেস সিনেবাপের বিতর্কে ময়দানে নামলেন গৌরব তপাদার। বুধবার মিলিয়ে দুটি ভিডিয়ো পোস্ট করলেন তিনি সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, দাদাগিরির কনটেন্ট ক্রিয়েটার স্পেশাল এপিসোডে তিনিও ভাগ নিয়েছিলেন কিরণ দত্ত, ঝিলম গুপ্ত, দুর্বা দে-র সঙ্গে।
গৌরব প্রথমেই দেখান তাঁকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মৃন্ময়। সকালে গৌরবের প্রথম ভিডিয়োর প্রতিবাদে একটা ভিডিয়ো পোস্ট করেন সিনেবাপ। সেখানে দাবি তোলেন, শুধু তাঁর বিরুদ্ধেই প্রতিবাদ করেছিলেন গৌরব। সঙ্গে নিজের এই ভিডিয়োতেও ধুইয়ে দেন বং গাইকে। এমনকী, কিরণের ভক্তরা কীভাবে ‘অ্যামেজিং রি’-কে গালাগালি করেছে, ধর্ষণের হুমকি দিয়েছে দেখান। আর তারপর কমেন্ট সেকশনে গৌরবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লেখেন, ‘তাকে বলে দিও যাতে ময়দান ছেড়ে না পালায়। বদ্দার নেক্সট ভিডিয়োর টপিক রেডি…’!
গৌরব প্রথমেই পরিষ্কার করে দেন মৃন্ময়ের উপর তাঁর কোনও ব্যক্তিগত ক্ষোভ নেই। বরং তিনি পরিষ্কার করে দেন, মৃন্ময়ের বলা ‘তেল মারে’ কমেন্ট তাঁর গায়ে লেগেছিল, তাই তিনি প্রতিবাদ করেছিলেন। আরও পড়ুন: ‘…এই ভয়টাই ছিল’, লম্বা ফেসবুক পোস্ট সিনেবাপের বউ-এর! মৃন্ময়ও দিল ঝগড়ার ইঙ্গিত
গৌরব পুরনো কিছু ঘটনাও তুলে ধরেন ভিডিয়োতে। যেখানে বছরখানেক আগে পুরনো একটা ঘটনা তুলে ধরা হয়েছে। ইশানী বলে এক ইউটিউবার মৃন্ময়কে রোস্ট করলে সিনেবাপের ভক্তরা গালাগালি করে ইশানীকে, রেপ থ্রেট দেয়। এই নিয়ে ইশানী মৃন্ময়য়ের সঙ্গে যোগাযোগ করলে মৃন্ময়ের উত্তর ছিল, ‘খিস্তি মারার সময় এত কিছু মাথায় রাখলে প্রাণ খুলে খিস্তি কীভাবে মারবে বলো। তুমি রোস্ট করেছ বেশ করেছ, ওরা খিস্তি মেরেছে বেশ করেছে।’ আরও পড়ুন: ‘নরম গদিতে আলু সেদ্ধ ভাত’, সিনেবাপের নিশানায় এবার বং গাই-এর প্রেমিকা ‘আলু’!