অবশেষে ২৫ মে মুক্তি পেয়েছে রাজকুমার রাও ওয়ামিকা গাব্বির ছবি 'ভুল চুক মাফ'। তবে ট্রেলার সামনে আসার পর থেকেই শিরোনামে রয়েছে এই ছবি। এই ছবিটির মুক্তি নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। শুরুতে ছবিটি ৯ মে মুক্তি পাওয়ার কথা থাকলেও এর মুক্তি পিছিয়ে যায়। এছাড়াও অন্যান্য কারণেও আলোচনার বিষয় হয়ে ওঠে 'ভুল চুক মাফ'। টাইম লুপে আটকে পড়া এক ব্যক্তিকে নিয়েই ছবির গল্প। এই গল্প নিয়েও নানান গুঞ্জন তৈরি হয়েছিল, কিন্তু বক্স অফিসে সেই গুঞ্জন কি আদৌ উপকার করেছে? চলুন জেনে নেওয়া যাক সিনেমাটির প্রথম দিনের বক্স অফিস কালেকশন কত?
নিজের কেরিয়ারের দ্রুতগতির ঘোড়ায় চড়ে বসা রাজকুমার রাও এবার এই ছবিতে তেমন নতুন কিছুই দিতে পারলেন না। ছবিতে এক বেনারসের ছেলের অবতারে তাঁকে পাওয়া যায়, ঠিক যেমনটা তাঁকে এর আগে 'স্ত্রী-২'-এর মতো ছবিতে দেখা গিয়েছে। রাজকুমার রাওয়ের লুক ও স্টাইলও অনেকটা একই রকম। শুক্রবার মুক্তির দিন ভারতীয় বক্স অফিসে ৬.৭৫ কোটি টাকা আয় করেছে রাজকুমার-ওয়ামিকা গাব্বির এই ছবি। যা সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ছবিগুলির প্রথম দিনের আয়ের থেকে অনেকটাই কম।
রাজকুমার সিনেমাহলে কতটি আসন পূরণ করেছিলেন?
ট্রেড ট্র্যাকার Sacnilk.com-এর প্রতিবেদন ‘ভুল চুক মাফ’ আয়ের পরিসংখ্যান সামনে এসেছে। এটি চেন্নাই, জয়পুর এবং বেঙ্গালুরুতে দর্শকদের থেকে সবচেয়ে ইতিবাচক সাড়া পেয়েছে। মুক্তির প্রথম দিন রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বির এই ছবি দেখতে জয়পুরের প্রেক্ষাগৃহে দর্শক সংখ্যা ছিল ৩২.৭৫ শতাংশ, বেঙ্গালুরুর প্রেক্ষাগৃহে দর্শক সংখ্যা ছিল ২৫ শতাংশ। ছবিটি চেন্নাইতে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে। অথচ যেখানে মাত্র ১৪ টি শো দেওয়া হয়েছিল এই ছবিকে। তবে এই ছবি দেখতে সিনেমাহলে উপচে পড়েছিল দর্শকদের ভিড়। চেন্নাইয়ে ছবিটির দর্শক সংখ্যা ছিল ৭১%, যা আরও পরবর্তী দিনগুলিতেও বজায় থাকলে ছবির আয়ে ভালো প্রভাব ফেলবে।
ভারতীয় বক্স অফিসে রাজকুমার রাওয়ের সবচেয়ে বড় ওপেনিং সিনেমাগুলি নিয়ে কথা বললে, 'ভুল চুক মাফ' সেই ছবিগুলির জায়গা নিতে তৈরি। বক্স অফিসে প্রথম দিনে ৬.৭৫ কোটি টাকা আয় করা 'ভুল চুক মাফ' ছবির প্রথম দিনের কালেকশন 'ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও'কে (৫.৭১ কোটি) পেছনে ফেলে দিয়েছে। তবে এটা 'স্ত্রী' (৬.৮২ কোটি), 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি (৬.৮৫ কোটি) ও 'স্ত্রী-২ (৫৫.৪০ কোটি)র রেকর্ড ভাঙতে পারেনি। বক্স অফিসে এই ছবিগুলির প্রথমদিনের কালেকশন ছিল ‘ভুল চুক মাফ’-এর থেকে অনেক বেশি।তবে এই ছবির আয় পরবর্তী সময়ে বাড়ে নাকি অন্য কোনও খেলা দেখায়, সেটাই দেখার।