একান্নবর্তী পরিবার, এই কথাটাই একটা সময় প্রায় বিলুপ্ত হয়ে যাবে। আগামী প্রজন্মের মানুষ জানতেই পারবে না, শীতের দুপুরে একসঙ্গে বসে গল্প করার আনন্দ কি, জানবে না খোলা বারান্দায় একসঙ্গে বসেই মধ্যাহ্নভোজন করার আনন্দ। সন্ধ্যেবেলায় লোডশেডিং হলে পাড়ার সকলে মিলে হই হই করার আনন্দ, জানতে পারবে না ঠাকুমা, দিদিমা, পিসি, কাকাদের অপার ভালবাসা।
এখন সবকিছুই বন্দী দু কামরার ফ্ল্যাটে। নিউক্লিয়ার ফ্যামিলিতে বাবা মায়ের ব্যস্ততার মধ্যে শিশুদের হারিয়ে যাওয়া শৈশব। এখন আবেগ শুধুই মুঠোফোনে বন্দী। সকাল থেকে রাত, প্রতিযোগিতার বাজারে দৌড়াতে দৌড়াতে যদি আপনি হাঁপিয়ে যান, তাহলে আপনাকে স্বস্তির নিঃশ্বাস দেওয়ার জন্য আসতে চলেছে 'রাস'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার।
আরও পড়ুন: অপেশাদার! ‘হেরা ফেরি ৩’ ছেড়ে দেওয়ায় পরেশের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত অক্ষয়ের
আরও পড়ুন: 'কোটিপতি হলেও ও আদপে মধ্যবিত্ত...', শাহরুখ সম্পর্কে কেন বললেন অনুভব?
ছবি ট্রেলার প্রসঙ্গে
এই সিনেমায় অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়। বিক্রম ওরফে সোমনাথ তাঁর মায়ের মৃত্যুর পর বাবার সঙ্গে চলে আসে কলকাতায়। কিন্তু মন পড়ে থাকে মানিকপুরে। শহরের আদব কায়দায় বড় হয় সে। কিন্তু একদিন হঠাৎ করেই সে যেতে চায় মানিকপুর, জন্মভিটেয়। বাবার আপত্তি সত্ত্বেও মানিকপুরের উদ্দেশ্যে রওনা হয় সোমনাথ।
এরপরেই যেন হঠাৎ করে চোখের সামনে ফুটে ওঠে এক চিলতে নস্টালজিয়া। একটি বিশাল বড় বাড়ি, প্রচুর মানুষ, একসঙ্গে থিয়েটার বা ছবি দেখার আনন্দ। গ্রামে ফিরে যেন নিজেকেই খুঁজে পায় সোমনাথ। সরল মানুষগুলোর মধ্যে মিশে গিয়ে সে বুঝতে পারে, সরলতা দুর্বলতা নয়, আসলে শক্তি।
মানিকপুরে এসে কখনও প্রেমে পড়ে সোমনাথ, কখনও আবার ঠাকুমার টানে গ্রামেই থেকে যেতে চায় সে। হ্যাঁ, এক অদ্ভুত মায়ার বাঁধনে জড়িয়ে পড়ে সে। সারা পৃথিবীর মানুষ যখন কর্মব্যস্ততার জীবনে আবদ্ধ, তখন কিসের টানে মানিকপুরের একটা গোটা পরিবার রাস উৎসবে মেতে থাকে প্রতিবছর? রাস, রাধাকৃষ্ণের মিলনতিথিতে পরিবারের মানুষের মিলনের এক অনবদ্য গল্প দেখতে পাওয়া যাবে এই ছবিতে।
আরও পড়ুন: সবুজ শাড়িতে শর্মিলা, শ্বেতশুভ্র সিমি, মুগ্ধ দর্শকরা বললেন, ‘এভাবেই সাজতে হয়…’
আরও পড়ুন: মুক্তি পেল ‘ওয়ার ২’ টিজার, প্রকাশ্যে ছবি মুক্তির তারিখও, কবে আসছে হৃত্বিকের ছবি?
আগামী ৬ জুন বড় পর্দায় মুক্তি পাবে ‘রাস’। ছবিতে বিক্রম এবং দেবলীনা ছাড়াও অভিনয় করবেন অনুসূয়া মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, রনজয় রনজয় বিষ্ণু, সুদীপ মুখোপাধ্যায়, পারিজাত চৌধুরী, বিমল গিরি, দেবাশিস রায় সহ আরও অনেকে।