২০২১-এর ২২ মে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। সেবারই প্রথম বাবা-মা হন শিলাদিত্য মুখোপাধ্যায় ও শ্রেয়া ঘোষাল। ছেলের নাম রাখেন দেবয়ান। আর ২২ মে, ২০২৫ শ্রেয়া পুত্র পা রাখল ৪ বছরে। দেবয়ানের জন্মদিনে স্বামী ও পুত্রের সঙ্গে সুন্দর কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন শ্রেয়া।
২২ মে গায়িকার পোস্টে তাঁকে সাদা লং শার্ট ও নীল জিন্সে দেখা যাচ্ছে। অন্যদিকে শিলাদিত্য মুখোপাধ্যায়কে সাদা টি-শার্টে দেখা যাচ্ছে। আর ছোট্ট দেবয়ানের পরনে নীল প্যান্ট ও নীল চেক শার্ট। তিনজনকেই হাসি মুখে সেলফি বন্দি হতে দেখা যাচ্ছে। আরও একটি ছবিতে ছেলেকে কাছে নিয়ে তাকে কিছু একটা দেখাতে দেখা যাচ্ছে।
জন্মদিনে ছেলেকে ভালোবাসায় ভরিয়ে শ্রেয়া লিখেছেন, ‘আমার হৃদয়কে জন্মদিনের শুভেচ্ছা.. আমার আত্মা ও শরীরের একটি অংশ, আমার ছোট্ট সোনা। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, আমার সোনা, আমার সুন্দর সন্তান যার হৃদয় দয়ালু, হাসি মিষ্টি এবং যার সূর্যের মতো উজ্জ্বলতা!’
আরও পড়ুন-অমিতাভ বচ্চনকে সরিয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনায় সলমন? সামনে এল নতুন খবর…