মার্চে তৃতীয় বিয়ে করেছেন গায়ক অনুপম রায়। এবার জীবনসঙ্গী হিসেবে তিনি বেছে নিয়েছেন গায়িকা প্রশ্মিতা পালকে। খুব ছিমছামভাবেই বিয়ে করেন এই দম্পতি। পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি করেন। আর বিকেলে রেখেছিলেন একটি সান্ধ্য অনুষ্ঠান। সেই রিসেপশনে ছিলেন ইন্ডাস্ট্রি থেকে হাতেগোনা কিছু বন্ধু।
বিয়ের ছবিও সেভাবে শেয়ার করেননি অনুপম আর প্রশ্মিতা। রিসেপস পার্টি থেকে একটি ফোটো দিয়েছিলেন অনুপম ইনস্টাগ্রামে। যাতে নতুন বউকে দেখা গিয়েছিল গোলাপি রঙের বেনারসিতে। আর বেইজ রঙের পাঞ্জাবি ছিল অনুপমের গায়ে, যাতে গোলাপি সুতোর কাজ। ক্যাপশনে শুধু লিখেছিলেন, ‘নতুন করে’।
আরও পড়ুন: ‘যদি না বলত…’! কীভাবে কোটিপতি আম্বানি বাড়ির বউ হয়েছিলেন নীতা? মুকেশ জানান…
শুক্রবার বিয়ের আরও কিছু লুক ভাগ করে নিলেন প্রশ্মিতা ইনস্টাগ্রামে। খুব হালকা কাজের বেনারসি পরেছিলেন প্রশ্মিতা। চুলে খোঁপা বাঁধা। সঙ্গে স্বর্ণালঙ্কার। একটা ছোট্ট টিপ, ঠোঁটে গোলাপি লিপস্টিক। স্নিগ্ধ সেই লুকের কিছু ছবি ভাগ করলেন প্রশ্মিতা ইনস্টাগ্রামে। আরা তা নিমেষে কাড়ল সকলের মন।
চোখ টেনেছে এই পোস্ট অনুপম রায়েরও। তিনি কোনও মন্তব্য না করলেও, পোস্টে ভালোবাসার ছোঁয়া হিসেবে ‘লাইক’ দিয়ে গিয়েছেন।
আরও পড়ুন: কাঞ্চন অতীত! ভালোবাসার মানুষের গালে গাল ঠেকিয়ে পিঙ্কি, ছবি দিতেই হৈচৈ
প্রশ্মিতারও এটা দ্বিতীয় বিয়ে। শৌনক নামে পেশায় এক চিকিৎসককে বিয়ে করেন প্রশ্মিতা। ২০১৭-তে আংটি বদল সারেন তাঁরা। পরের বছর ফেব্রুয়ারিতে ধুমধাম করে বিয়ে। কিন্তু কয়েকমাসের মধ্যেই সুখের দাম্পত্যে তাল কাটে। অন্য দিকে, অনুপমের সঙ্গে তাঁর দ্বিতী স্ত্রী, পেশায় সমাজকর্মী পিয়ার বিয়ে হয়েছিল ২০১৫ সালে। যা ভাঙে ২০২১ সালে এসে। দুজনে যৌথ বিবৃতি দিয়ে ভাগ করেছিলেন সেই খবর।
আরও পড়ুন: ‘শাহরুখ, সালমান এবং আমি…’! ৩ খানকে নিয়ে আসছে ছবি? আমিরের কথায় কীসের ইঙ্গিত
কাজের সূত্রে অনুপম আর প্রশ্মিতার পরিচিতি অনেক দিনের। গানের জগতে বেশ চেনা মুখ প্রশ্মিতা পাল। রাজ চক্রবর্তীর 'বোঝেনা সে বোঝেনা' ছবিতে গান গেয়ে লাইমলাইটে উঠে আসেন। 'শুধু তোমারই জন্য' ছবির 'দেখতে বউ বউ' বা 'বলো দুগ্গা মাইকী' ছবির 'হতে পারে না'-মতো হিট গান উপহার দিয়েছেন প্রশ্মিতা। অনুপমের সুরে ‘হাইওয়ে’ ছবিতেও ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন।