সম্প্রতি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কর্ণাটকের মন্দির পুজো দিতে গিয়েছিলেন। সেখানের বেশ কিছু ছবি নায়িকা ভাগ করে নিয়েছেন তাঁর ভক্তদের সঙ্গে। মঙ্গলবার ইনস্টাগ্রামে কঙ্গনা তাঁর কাটিলের শ্রী দুর্গাপরমেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার এবং কাপুতে মারিয়াম্মা মন্দিরের বেশ কিছু ছবি শেয়ার করেছেন।
কর্ণাটকের মন্দির পরিদর্শনে কঙ্গনা রানাওয়াত
কর্ণাটকের মন্দির পরিদর্শন করতে গিয়ে নানা ছবি ভাগ করে নেন নায়িকা। তার মধ্যে একটি ছবিতে তাঁকে শ্রী দুর্গাপরমেশ্বরী মন্দির চত্বরে চোখ বন্ধ করে বসে থাকতে দেখা গিয়েছে। অন্য একটি ছবিতে পুজোর শেষে পুরোহিত এবং মন্দিরের কর্মীদের সঙ্গে কথা বার্তা বলতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: ‘সিনিয়র, কিন্তু আমাদের জায়গা দেন…’! নাচ ঋতুপর্ণার সঙ্গে, ভিডিয়ো শেয়ার করে কী লিখলেন জিতু
মন্দির থেকে আরও কয়েকটি ছবি কঙ্গনা ভাগ করে নিয়েছেন। সেখানে তাঁকে নানা আচার পালন করতে এবং মন্দির কর্তৃপক্ষের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখা গিয়েছে। ছবিতে তাঁকে লাল পাড় গোলাপি শাড়িতে দেখা গিয়েছিল। শাড়ির সঙ্গে বেশ মানানসই কুন্দনের লেকলেস, বড় লকেট দেওয়া লম্বা হার ও টানা কানের দুলে সেজে উঠেছিলেন কঙ্গনা।
কঙ্গনা সোমবার শ্রী হালে মরিয়ম্মা মন্দির পরিদর্শনের পর কয়েকটি ছবি শেয়ার করেছেন। এখানেও তিনি পুজো দেন। প্রচণ্ড ভিড়ের মধ্যে হাঁটতে দেখা গিয়েছিল অভিনেত্রী-সাংসদকে। তবে তাঁর মুখে হাসি লেগেছিল। এদিন কঙ্গনার পরনে ছিল সোনালি জড়ির কাজ করা লাল পাড় সবুজ শাড়ি। খোঁপায় ফুল দিয়েছিলেন নায়িকা।
ছবিগুলি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘আজ কাটিলে দুর্গাপরমেশ্বরীর পুজো করেছি এবং গতকাল কাপুতে মারিয়াম্মার কাছে প্রার্থনা করেছি।’
আরও পড়ুন: মানসিকভাবে বিপর্যস্ত, বিতর্কের পর আতঙ্কে ভুগছেন সময় রায়না! মুখ খুললেন বন্ধু