গৃহপ্রবেশ ধারাবাহিকে আদৃত ফিরে আসার পর স্বামীকে নিয়ে আবার নতুন শুরু করেছে শুভলক্ষ্মী। কিন্তু মোহনার উপস্থিতিতে যে সেটা হবে না সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। ইতিমধ্যেই মোহনা আদৃতকে জানিয়েছে যে সে নাকি তার সন্তানের মা হবে। এমন অবস্থায় কী এমন ঘটল যে শুভলক্ষ্মীর নায়কের উপর অবিশ্বাস জন্মাল?
আরও পড়ুন: অমর সঙ্গী শেষ হতে না হতেই নতুন রূপে ছোট পর্দায় ফিরছেন শ্যামৌপ্তি! কোন ধারাবাহিকে দেখা যাবে?
আরও পড়ুন: চিরসখায় চমক, প্রেমিকের সঙ্গে রাত্রিবাস, বিয়ের কথা পাকা ছিল বর্ষার! জানতে পেরেই কী করল বুবলাই?
কী ঘটেছে?
এদিন স্টার জলসার তরফে যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে আকাশ এবং শুভলক্ষ্মী কথা বলছে। কিছু প্রমাণ, হাতের লেখা নিয়ে তারা কথা বলছে। আকাশের জন্মদিনে শুভর নামে যে উপহার গিয়েছিল সেটাই তাদের কথার বিষয়। শুভলক্ষ্মীকে এদিন বলতে শোনা যায়, 'আমার নাম করে আপনার জন্মদিনে যে গিফট আর কার্ড পাঠানো হয়েছিল এই রোমান হরফে লেখা।' শুভর কথায় চমকে ওঠে আকাশ। বলে, 'সত্যিই তো। আমার তো মনে হচ্ছে, একজন মানুষই সব কটা লেখা লিখেছে। আপনি কি কাউকে সন্দেহ করছেন?' যদিও কাকে সন্দেহ করছে নায়িকা, সেটা তাকে বলতে শোনা যায় না।
অন্যদিকে দেখা যায় ঘরে চুপচাপ দাঁড়িয়ে আছে শুভলক্ষ্মী আর তাকে উদ্দেশ্য করে আদৃত বলতে থাকে, 'আমি আর তোমায় কী করে বোঝাব যে আমার উপর অবিশ্বাস করার কোনও কারণ নেই।' সেই সময়ই একটি ছবি দেখিয়ে নায়িকা উত্তর দেয়, 'নিজের স্বামীকে এভাবে অন্য কারও সঙ্গে দেখলে কোন বউয়ের কষ্ট হবে না আদি?'
এখন এটাই দেখার যে সত্যিই আদি ওরফে আদৃত মোহনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে নাকি সবটাই মোহনা বা আকাশের চাল। উত্তরটা আগামী পর্বেই পাওয়া যাবে।
আরও পড়ুন: ফের পর্দায় দেব-শুভশ্রীর রোম্যান্স! ধূমকেতুর মুক্তির দিন প্রকাশ্যে আসতেই কী বললেন রুক্মিণী?
গৃহপ্রবেশ প্রসঙ্গে
গৃহপ্রবেশ ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় আছেন উষসী রায় এবং সুস্মিত মুখোপাধ্যায়। এই ধারাবাহিকটি রোজ রাত সাড়ে ৮ টা নাগাদ সম্প্রচারিত হয়।