ইন্ডিয়ান প্রিমিয়র লিগ আরও একবার ক্রিকেট ও বলিউডকে এক ছাতার তলায় নিয়ে চলে এল। পাঞ্জাব কিংসের মালকিন তথা অভিনেত্রী প্রীতি জিন্টা যথারীতি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর দলের আইপিএল ম্যাচের জন্য জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। ম্যাচের পরে দিল্লির স্ট্যান্ড-ইন অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি এক ভক্তের টুইটের কৌতুকপূর্ণ প্রতিক্রিয়া দিয়ে নেটিজেনদের নজর কেড়ে নেন। ভক্তের আবদার রাখতেই বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার সঙ্গে সিনেমায় অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন প্রোটিয়া তারকা।
শনিবারের ম্যাচের পরে সিনেমা ও ক্রিকেট জগতের দুই তারকা একসঙ্গে দাঁড়িয়েছিলেন। প্রীতি ও ডু'প্লেসির এক সঙ্গে দাঁড়িয়ে থাকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। একজন ভক্ত চলচ্চিত্র নির্মাতাদের এই জুটিকে একসাথে একটি সিনেমায় নামিয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি এই জুটিকে 'ভিজ্যুয়াল পারফেকশন' বলে অভিহিত করেন এবং স্পোর্টস ড্রামা বা রয়্যাল রোম্যান্সের কোনও মুভিতে দু'জনের জুটিকে অভিনয় করানোর পরামর্শ দেন।
আরও পড়ুন:- IPL-এর ইতিহাসে সব থেকে কম বলে সেঞ্চুরি করা ৫ ব্যাটার কারা?
সংশ্লিষ্ট নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘কেউ দয়া করে ফ্যাফ ডু’প্লেসি ও প্রীতি জিন্টাকে অবিলম্বে একটি সিনেমায় কাস্ট করুন। অ্যাকশন-হিরো ভাইব রয়েছে ডু'প্লেসির মধ্যে। প্রীতিকে বরাবরের মতো ফাইন ওয়াইন মনে হচ্ছে। ওদের কোনও স্পোর্টস ড্রামা বা রয়্যাল রোম্যান্সে অভিনয় করানো যায়। এই ভিজ্যুয়াল পারফেকশনটি নষ্ট করা উচিত নয়।'
টুইটটি ডু'প্লেসির দৃষ্টি আকর্ষণ করে। প্রোটিয়া তারকা হালকা চালের প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলেন। ছোট্ট কমেন্টে ফ্যাফ লেখেন যে, ‘তাহলে ব্যবস্থা করুন’। অর্থাৎ কেউ সুযোগ দিলে তিনি সংশ্লিষ্ট নেটিজেনের অনুরোধ রাখতে প্রস্তুত বলে মজার ছলে ইঙ্গিত করেন।
টুইটারে দু'জনের এই ছবিটি ভাইরাল হয়
উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালস শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ উইকেটের জয় দিয়ে তাদের আইপিএল ২০২৫ অভিযান শেষ করে। দিল্লির কাছে হেরে লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকার দৌড়ে পাঞ্জাব কিংস বড় ধাক্কা খায়। যদিও এখনও সরাসরি প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ রয়েছে পঞ্জাবের সামনে।
আরও পড়ুন:- KKR-এর বিশ্বরেকর্ড ভেঙে PSL চ্যাম্পিয়ন শাহিন আফ্রিদির লাহোর, পুরস্কারে কত টাকা পেল?
শনিবার জয়পুরে শুরুতে ব্যাট করে পঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২০৬ রান তোলে। ৩৪ বলে ৫৩ রান করেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। দিল্লির হয়ে মুস্তাফিজুর রহমান ৩টি উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ১৯.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ২৫ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন সমীর রিজভি। তিনি ৩টি চার ও ৫টি ছক্কা মারেন।