মাত্র কয়েক মাস হয়েছে দাদু হয়েছেন সুনীল শেট্টি। আথিয়ার মেয়ে ইভারাকে পেয়ে যেন নবজন্ম হয়েছে অভিনেতার। দিনের বেশিরভাগ সময় এখন একরত্তিকে নিয়েই ব্যস্ত থাকেন তিনি। দাদু হওয়ার পর নিজের জীবনে আর কি কি পরিবর্তন আনলেন সুনীল?
সম্প্রতি লালানটপের সঙ্গে একটি সাক্ষাৎকারে সুনীল জানান, নাতনির জন্মের পর থেকে জীবনে অনেক পরিবর্তন এসেছে। এখন সারাদিন নাতনির সঙ্গেই ব্যস্ত থাকেন তিনি। একরত্তিকে সময় দেওয়ার জন্য নিজের ডেইলি রুটিনেও তিনি এনেছেন বিভিন্ন পরিবর্তন।
আরও পড়ুন: 'মৃত্যুর মুখে ঠেলে…', হঠাৎ কী নিয়ে এমন পোস্ট করলেন ঝিলম?
আরও পড়ুন: চুল কেটে রেডি! পুরনো লুকে নতুন ছবির শ্যুটিং শুরু কার্তিকের
সুনীল বলেন, ‘এখন আমি নাতনি ছাড়া একদম থাকতে পারি না। সারাদিনে হয় বারবার ফোন করি আর না হয় মেয়ের বাড়ি চলে যাই। নাতনির সঙ্গে বেশি সময় কাটানোর জন্য এখন ওয়ার্ক আউটের সময়েরও পরিবর্তন করে ফেলেছি। সকাল সাড়ে ছটার মধ্যেই সবকিছু শেষ করতে চেষ্টা করছি, যাতে সারাদিন দাদুর ডিউটি করতে পারি।’
অভিনেতা আরও বলেন, ‘এখন আমার ওয়ার্ক আউটের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এনেছি। আমি এখন ভারী ওজন তোলার চেষ্টা করি, কারণ আমি চাই আমার নাতনিকে আমি সব সময় নিজের কোলে রাখতে। যতদিন বেঁচে থাকব, আমার নাতনির সঙ্গে যেন আমি খেলা করতে পারি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আমার শরীরে দুর্বলতা না আসে।’
আরও পড়ুন: অপেক্ষাতেই লুকিয়ে নিঃস্বার্থ ভালোবাসা, এক অন্য প্রেমের গল্পে বলতে আসছে গৃহপ্রবেশ, প্রকাশ্যে এল ঝলক
আরও পড়ুন: রুপোলি পর্দায় আসছে রতন টাটার বায়োপিক, নাম ভূমিকায় দেখা যাবে কাকে?
প্রসঙ্গত, নাতনির জন্মের পর মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করেন সুনীল। কিছুদিন আগে আথিয়ার নরমাল ডেলিভারি নিয়েও একটি পোস্ট করেছিলেন তিনি। কিন্তু সেই পোস্টে সুনীলের সিজারিয়ান বেবি নিয়ে কিছু মন্তব্য নিয়ে আপত্তি জানান সাধারণ মানুষ। যদিও তড়িঘড়ি সকলের থেকে ক্ষমা চেয়ে নেন অভিনেতা।