শেলফ বন্দি হয়ে থাকা ধূমকেতু আচমকাই হ্যালিস ধূমকেতুর মতো উদয় হতে চলেছে বাংলা সিনেমার জগতে। ৯ বছর পর অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে মুক্তি পাচ্ছে দেব, শুভশ্রী জুটির ছবি যার জন্য মুখিয়ে আছে গোটা বাংলা। দর্শকরা ধূমকেতুর আগমনে যতটা খুশি সেটা দেখে কী বললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়?
আরও পড়ুন: রঘু ডাকাতের লুকেই ধূমকেতুর প্রস্তুতি শুরু দেবের! ঝলক দেখিয়ে কী লিখলেন?
আরও পড়ুন: অমর সঙ্গী শেষ হতে না হতেই নতুন রূপে ছোট পর্দায় ফিরছেন শ্যামৌপ্তি! কোন ধারাবাহিকে দেখা যাবে?
ধূমকেতু নিয়ে কী মত শুভশ্রী?
দর্শকরা ধূমকেতু নিয়ে যতটা মুখিয়ে আছেন ততটাই কি উদগ্রীব শুভশ্রী গঙ্গোপাধ্যায়? দেবকে একাধিক সাক্ষাৎকারে এর আগে বলতে শোনা গিয়েছে এই ছবিটি তাঁর করা সেরা অভিনয়। কিন্তু সেখানে দাঁড়িয়ে কয়েক মাস আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে দর্শকদের হয়তো নাও ভালো লাগতে পারে এই ছবিতে তাঁর অভিনয়। তাঁর মতে তিনি অনেকটাই উন্নতমানের অভিনেত্রী এখন।
এই বিষয়ে চলতি বছরের গোড়ার দিকে যখন সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে ছবিটির শুভ মহরত হয় সেই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভশ্রী ধূমকেতু ছবিটি নিয়ে তাঁর মতামত জানিয়েছিলেন। তখনও জানা ছিল না যে এই বছরই মুক্তি পাবে সেই ছবি, তাই যখন তাঁর থেকে জানতে চাওয়া হয় যদি এই ছবি মুক্তি পায় তাঁর প্রতিক্রিয়া কী হবে, তিনি জানান, 'রানা দা (রানা সরকার, প্রযোজক) আমায় বলেছে যে ধূমকেতু হয়তো রিলিজ হতে পারে। দর্শক যতটা এক্সাইটেড, যদি রিলিজ হয় দর্শকের জন্য আমি খুশি হবো।' তিনি এদিন একই সঙ্গে বলেন, 'সত্যি কথা বলতে ওই ছবিটা খুবই ভালো একটা ছবি, কিন্তু আমি এখন অনেকটাই আপগ্রেডেড ভার্সন। আমার অভিনয় দেখে মানুষের কতটা ভালো লাগবে আমি সেটা নিয়ে নিশ্চিত নই। একটা পুরোনো ছবি রিলিজ হবে, আমার ছবি এটাই। '
প্রসঙ্গত রানা সরকার যেমন ধূমকেতু ছবিটির প্রযোজনা করেছেন, তেমনি তিনি লহ গৌরাঙ্গের নাম রে ছবিটির অন্যতম প্রযোজক।
ধূমকেতু ছবিটি প্রসঙ্গে
ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে। অভিনেতাকে বহুবার বলতে শোনা গিয়েছে, তাঁর কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘ধূমকেতু’। ২০১৬ সালে শ্যুটিং হয়েছিল এই ছবির। কিন্তু নানা কারণে গত ৯ বছর ধরে মুক্তি পিছিয়ে যায় ক্রমাগত। ৪ কোটি খরচ করে ‘ধূমকেতু’র শ্যুট করেছিলেন রাণা। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় ছবির মুক্তি। অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। কৌশিক গঙ্গোপাধ্যায় এই ছবিটির পরিচালনা করেছেন। এখানে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে জুটিতে দেখা যাবে। এটা তাঁদের জুটির শেষ ছবি। তাঁদের সঙ্গে এখানে রয়েছেন রুদ্রনীল ঘোষও।
ধূমকেতু ছবির ঘোষণা
আগামী ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে ধূমকেতু। সেই কথা প্রকাশ্যে এনে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে জানানো হয়েছে, 'খাদান ছবির ব্লকবাস্টার সাফল্যের পর সে আবার ফিরে এসেছে একটা নতুন পাওয়ারফুল নতুন সফরের জন্য। ধূমকেতুর শক্তি হিসেবে আসছে। আগামী ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে বড় পর্দায়।'