কাশ্মীরকে এক কথায় স্বর্গ বলা হয়, মিনি সুইজারল্যান্ড বলা হয় কাশ্মীরের পহেলগাঁওকে। কিন্তু গতকাল অর্থাৎ ২২ এপ্রিল কাশ্মীরের ভূস্বর্গে নেমে এল জঙ্গিদের হানা, নিমেষে রক্তাক্ত হল ভূস্বর্গের মাটি। এই মিনি সুইজারল্যান্ডই ঘুরতে গিয়েছিলেন দীপিকা কাকর ও শোয়েব ইব্রাহিম। এখন কেমন আছেন তাঁরা? কোথায় আছেন তাঁরা?
কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর খুব স্বাভাবিকভাবেই দীপিকা এবং শোয়েবের ভক্তরা উদ্বেগে ছিলেন কারণ দুই দিন আগেই পহেলগাঁও থেকে ভিডিয়ো পোস্ট করেছিলেন এই তারকা জুটি। তাঁরা কি কোনও বিপদে পড়লেন? এখন কোথায় আছেন তাঁরা? এমন অনেক প্রশ্ন ঘোরাফেরা করছিল ভক্তদের মনে। তবে ভক্তদের আশ্বস্ত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গেল শোয়েবকে।
আরও পড়ুন: রাগী বিক্রম থেকে ভীতু অনির্বাণ, ‘মৃগয়া’-র ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন ঋত্বিক
আরও পড়ুন: আত্মহত্যা করলেন ‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা, মানসিক অবসাদ নাকি অন্য কিছু?
মঙ্গলবার শোয়েব ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সকলকে জানিয়েছেন তাঁদের নিরাপদে থাকার কথা। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘হাই বন্ধুরা, তোমরা সবাই আমাদের জন্য চিন্তিত ছিলে। আমরা নিরাপদে আছি। আমরা কাশ্মীর ছেড়ে দিল্লিতে চলে এসেছি। আমাদের জন্য এত চিন্তা করার জন্য ধন্যবাদ। নতুন ব্লগ শীঘ্রই আসবে।’

তবে শোয়েব তাঁর পোস্টে নতুন ব্লগ আনার উল্লেখ করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভক্তদের তরফ থেকে। শোয়েব এবং দীপিকা কেমন আছেন সেটি জানার জন্য সকলেই উদগ্রীব ছিলেন কিন্তু নিরাপদে থাকার আপডেট দিতে গিয়ে হঠাৎ করে নতুন ব্লগ আনার কথা বলায় শোয়েবের ওপর রুষ্ট ভক্তরা। জঙ্গি হানার এই ঘটনার মধ্যে কীভাবে নতুন ব্লগ আনার কথা বলেন শোয়েব, তা নিয়ে প্রশ্ন করেন অনেকেই।
প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে তাতে কমপক্ষে আহত হয়েছেন ২০ জন, নিহত হয়েছেন ২৬ জন। আহত এবং নিহতদের মধ্যে প্রত্যেকেই পর্যটক। নিহতদের মধ্যে রয়েছেন একজন নৌ সেনা অফিসার তো একজন ফ্লোরিডার তথ্য প্রযুক্তি কর্মী। আহত এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন সরকার।
আরও পড়ুন: ২ লক্ষ টাকার ‘সুপারি’, সলমনের পর প্রাণনাশের হুমকি টাইগারকে, পুলিশের হাতে পড়ল ধরাও
ইতিমধ্যেই শ্রীনগরে পৌঁছে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যয় নিরাপত্তা পর্যালোচনা বৈঠক সারছেন তিনি। অন্যদিকে সৌদি সফর কাটছাঁট করে বুধবার সকালে দিল্লি এসেছেন মোদী। বিমানবন্দরেই সেরেছেন জরুরী বৈঠক।