রাতভর নিখোঁজ থাকার পর সকালে উদ্ধার হল তৃণমূলের বুথ সভাপতির ছেলের রক্তাক্ত দেহ। ঘটনায় খুনের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা বাবা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালি থানার হুদাচাপড়া এলাকায়। অভিযোগ, রাতে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অজয় সরকারের ছেলে অভিজিৎ সরকারকে। এরপর তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই পরিবারের মৃতের তরফে হাঁসখালি থানায় ৩ থেকে ৪ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: কাউন্সিলর পদ খুইয়ে সংসারে অনটন, দ্বিতীয় স্ত্রীর হাতে 'খুন' তৃণমূল নেতা!
তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অজয় সরকার দাবি করছেন, রাত ৮টার সময় কে বা কারা অভিজিৎ সরকারকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সারারাত বাড়ি ফেরেননি ছেলে। ভোরের দিকে এলাকারই একজন বাড়িতে এসে জানান, অভিজিৎ সরকার মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর নাক, মুখ দিয়ে রক্ত বের হয়েছে। এরপর বাড়ি থেকে পরিবারের লোকজন তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অভিজিৎ সরকারকে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাঁসখালি থানার পুলিশ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছেলে না ফেরায় তাঁরা দুশ্চিন্তায় পড়ে যান। একাধিকবার ফোন করেও অভিজিতের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে বুধবার দিনের আলো ফুটতেই ছেলের খোঁজখবর শুরু করেন পরিবারের সদস্যরা। তখনই অভিজিতের মৃতদেহ উদ্ধার হয়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে এলাকায়। তবে কী কারণে খুন বা খুনের কোনও রাজনৈতিক কারণ জড়িত কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। তৃণমূলের বুথ সভাপতি অভিযোগ করেছেন যে তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।