‘মৃগয়া’ ছবি বলতেই মিঠুন চক্রবর্তীর মুখ মনে পড়ে যায়। তবে এবার যে ছবিটি নিয়ে কথা হবে, তার নাম এক হলেও গল্প কিন্তু একেবারে আলাদা। এ হল নয়া প্রজন্মের 'মৃগয়া। সোমবার অর্থাৎ ২২ এপ্রিল ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন ছবির অন্যতম অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়া ‘মৃগয়া’ ছবির পরিচালনা করেছেন অভিরূপ ঘোষ। চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায় এবং সৌমিত দেব। ছবিতে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায় এবং রিজওয়ান রব্বানি শেখকে। খলচরিত্রে অভিনয় করবেন সৌরভ দাস।
আরও পড়ুন: 'রাত জেগে সৃজিতের...', ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ দেখে কী লিখলেন তসলিমার?
আরও পড়ুন: ‘কিং’ সিনেমায় নতুন চমক! শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন আরশাদ?
সোমবার ছবির অভিনেতাদের ফার্স্ট লুক সমাজ মাধ্যমে শেয়ার করে ঋত্বিক লেখেন, ‘ফাস্ট লুক বলুন, কপ স্টোরি বলুন বা মৃগয়া!!! যাই বলুন দেখতে হবে।’ ঋত্বিক যে পোস্ট করেছেন সেখানে চারজন অভিনেতার ছবি কোলাজ করে দেওয়া রয়েছে।
ছবির চরিত্র প্রসঙ্গে
ঋত্বিকের ছবি দেখলেই স্পষ্ট হয়ে যায় তিনি কলকাতা থানার দায়িত্ববান ওসি। নাম তার গান্ধী। ঠান্ডা মাথার এই পুলিশ মজার মানুষ হলেও বুদ্ধিমান। ছবিতে নাকি দক্ষিণী স্টাইলে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি।
ঋত্বিক যতই মজার, ঠিক ততটাই গুরুগম্ভীর বিক্রম ওরফে অনিমেষ। জুনিয়র অফিসার হলেও তদন্ত শুরু হলে তিনি যে কোনও পর্যায় পর্যন্ত চলে যেতে পারেন। ছবিতে অন্যতম আকর্ষণ হলেন অনির্বাণ চক্রবর্তী। একজন ভীতু প্রযুক্তি বিশারদ আধিকারিকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

অনির্বাণের চরিত্রের নাম রুদ্র হলেও তিনি আদ্যপ্রান্ত একজন ভীতু মানুষ। বিপদের নামমাত্র সম্ভাবনা থাকলেও সেই জায়গা থেকে চার হাত দূরে থাকেন তিনি। চতুর্থ চরিত্রটি হল ইমরান, যে চরিত্রের হাত ধরে বহুদিন পর বড়পর্দায় অভিনয় করলেন রিজওয়ান রব্বানি শেখ। মাথাগরম এই অফিসার যে কোনও মুহূর্তে হাত পা চালিয়ে দেন।
গল্প প্রসঙ্গে
কলকাতা পুলিশে কর্মরত আধিকারিক দেবাশীষ দত্তের একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এই সিনেমা। কলকাতার বুকে এক তরুণীর রহস্যজনক মৃত্যু ঘটে। তদন্তে নেমে ধীরে ধীরে জানা যায় এর পেছনে রয়েছে অনেক বিপজ্জনক রহস্য। ঋত্বিকের নেতৃত্বে শুরু হয় তদন্ত। তারপর? জানা যাবে সিনেমা মুক্তি পেলে।
আরও পড়ুন: 'অপরিণত সমাজে আমরা...', ফুলে বিতর্কে অবশেষে মুখ খুললেন পরিচালক অনন্ত মহাদেবন
আরও পড়ুন: কাকু-কাকিমার সঙ্গে ইস্টার উদযাপন মালতীর, ছবি শেয়ার করে কী লিখলেন প্রিয়াঙ্কা?
প্রসঙ্গত, ছবিতে এই পাঁচ মহারথী ছাড়াও অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার, সুস্মিতা চট্টোপাধ্যায় এবং সুস্মিতা রায়। গত ডিসেম্বর মাস থেকেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। আগামী জুন মাসে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রহস্য রোমাঞ্চ থ্রিলার ‘মৃগয়া’।