দেশকে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ জিতিতে সব থেকে ছোট ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রহীন্দ্র জাদেজা। সুতরাং, ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে এই তিন তারকার বদলে অন্যদের মাঠে নামাতে হবে ভারতকে।
ভারতীয় দল পরবর্তী সময়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রোহিতদের ছাড়াই সাফল্য পেয়েছে। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে ঘরের মাঠে হারিয়েছে সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারতের টি-২০ দল। সুতরাং, ইতিমধ্যেই রোহিত-কোহলিদের সম্ভাব্য বিকল্প চিহ্নিত করে রেখেছেন জাতীয় নির্বাচকরা। তবে চলতি আইপিএলে চমক দেওয়া কয়েকজন নতুন ক্রিকেটার ২০২৬ বিশ্বকাপের দলে ঢোকার দাবি জানাতে পারেন।
উল্লেখ্য, ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুগ্মভাবে ভারত ও শ্রীলঙ্কায়। সুতরাং, ঘরের মাঠে খেলা বলেই আইপিএলে চমক দেওয়া ক্রিকেটারদের দিকে নিশ্চিতভাবেই নজর থাকবে নির্বাচকদের।
গত টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দু'জনের অনুপস্থিতিতে ভারতের হয়ে ওপেন করেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। এখন সাই সুদর্শন গুজরাট টাইটানসের হয়ে যে রকম চোখ ধাঁধাচ্ছেন, তাতে তিনি বিশ্বকাপ দলে রোহিতের সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হতে পারেন। সুদর্শন আইপিএলের প্রতম ৮টি ম্যাচে মাঠে নেমে ৫টি হাফ-সেঞ্চুরি করেছেন। আপাতত ৪১৭ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপের দখল নিয়েছেন তিনি।
প্রিয়াংশ আর্যও পঞ্জাব কিংসের হয়ে যে রকম বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন, তাতে বিশ্বকাপের দল গড়তে বসার আগে অজিত আগরকরদের মাথায় থাকবে তাঁর নাম। প্রিয়াংশ ২০০-র বেশি স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করছেন।
তিলক বর্মা এক্ষেত্রে বিরাট কোহলির যথাযথ বিকল্প হিসেবে নিজেকে মেলে ধরেছেন ইতিমধ্যেই। তবে কেকেআরের অংকৃষ রঘুবংশী যতটুকু সুযোগ পেয়েছেন, তাতে তাঁর নামও নির্বাচকদের ভাবনায় থাকবে নিশ্চিত।
রবীন্দ্র জাদেজার জায়গা নেওয়ার জন্য এক্ষেত্রে এক নাইট তারকার দাবিই সব থেকে জোরালো। বরুণ চক্রবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকের পরে যে রকম অবিশ্বাস্য পারফর্ম্যান্স উপহার দিয়েছেন, তাতে বিশ্বকাপের দলে তাঁর জায়গা পাওয়া মোটেও অসম্ভব নয়। বরুণ চলতি আইপিএলেও মন্দ বল করছেন না। তিনি কেকেআরের হয়ে এখনও পর্যন্ত আইপিএল ২০২৫-এর ৮ ম্যাচে মাঠে নেমে ১০টি উইকেট নিয়েছেন।
এছাড়া আইপিএলের পারফর্ম্যান্সের নিরিখে বিশ্বকাপের দলে ঢোকার দাবি জানাতে পারেন সাই কিশোর, দ্বিগেশ রাঠির মতো স্পিনাররা। পেস বিভাগে রীতিমতো ট্র্যাফিক জ্যাম। প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানারা আইপিএলে দুর্দান্ত বল করছেন।