বিগ বসের চলতি সিজনের পাঁচ ফাইনালিস্ট ছিলেন মুনাওয়ার ফারুকি, অঙ্কিতা লোখান্ডে, অভিষেক কুমার, মানারা চোপড়া এবং অরুণ মহাশেট্টি। জোর টক্কর শেষে জয়ের চওড়া হাসি মুনাওয়ারের মুখে। রিয়ালিটি শো জেতার ট্র্যাক রেকর্ড বজায় রাখলেন এই কমেডিয়ান। কঙ্গনা সঞ্চালিত ‘লক আপ’-এর পর সলমনের ‘বিগ বস’ জয়ী মুনাওয়ার।
সেরা দুয়ে মুনাওয়ারের পাশে দেখা মিলল অভিষেক কুমারকে। যা অনেকের পক্ষেই একটু শকিং। কারণ মুনাওয়ারকে টেক্কা দেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন অঙ্কিতা লোখান্ডে। তবে সেরা তিনেও জায়গা হয়নি টেলিভিশনের এই আদর্শ বউমার। প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন মানারা সকলকে অবাক করে তৃতীয় স্থান পেলেন।
বিগ বসের সোনালি ট্রফি ছাড়াও ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার জিতলেন মুনাওয়ার। মিলল হুন্ডাই ক্রেটা গাড়িও। বিগ বস সিজন ১৭-র সবচেয়ে আলোচিত প্রতিযোগী মুনাওয়ার ফারুকির। ২০২১ সালের ১লা জানুয়ারি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে মধ্যপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। কঙ্গনার শো-তেই প্রথমবার মুনাওয়ার স্বীকার করেছিলেন তিনি বিবাহিত, তবে দেড় বছর ধরে স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই। তাঁর পাঁচ বছরের শিশুপুত্র রয়েছে। সেই বিয়ের পাঠ এখন চুকেছে।