এই মুহূর্তে শুধু ভারতের নয়, গোটা বিশ্বে শ্রোতাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া গায়কদর তালিকায় প্রথম সারিতে আসেন অরিজিৎ সিং। তাঁর ভালোবাসার মানুষের সংখ্যা আকাশছোঁয়া। সঙ্গে সংগীতের জগতে সাফল্য তো অপরিসীম। মাঝেমাঝেই গায়কের ফ্যানপেজ থেকে এমন কিছু ভিডিয়ো শেয়ার করা হয়, যা নিমেষে কেড়ে নেয় তাঁর ভক্তদের মন।
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা গেল, মাথায় হলুদ পাগড়ি। গায়ে কালো জ্যাকেট, সঙ্গে ডেনিম। চলেয়া গাইছেন তিনি। আর গাওয়ার মাঝেই দেখা গেল, ফলো করলেন নায়কের সিগনেচার স্টেপ। ‘ডান্সার অরিজিৎ সিং’ ক্যাপশনে শেয়ার করে নেওয়া হল ভিডিয়োটি। যাতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়া।
আরও পড়ুন: রহমানের পর ডিভোর্সের ঘোষণা তাঁরই টিমের বাঙালি কন্যে বেসিস্ট মোহিনী দে-র! ‘এবার কি…?’, শুরু গুঞ্জন
শাহরুখ খানের জাওয়ান সিনেমাতে ব্যবহার করা হয়েছে চলেয়া গানটি। আটলি পরিচালক সিনেমাটিতে মুখ্য চরিত্রে কাজ করেছেন শাহরুখ খান ও নয়নতারা। এছাড়াও ছিলেন বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোনরা। গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। এই গানটি ছিল ২০২৩ সালের সবচেয়ে বড় হিট।
আরও পড়ুন: ‘যে আমাদের চালাত, সেই চলে গেল…’! কান্নায় ফুলে চোখমুখ, স্বামী হারিয়ে বললেন মুনমুন