৫৭ বছরের ওই প্রৌঢ়ার নাম রোকেয়া বিবি। তিনি বসিরহাটের বাসিন্দা। ঘটনার সূত্রপাত হয়েছিল গত ২৯ অক্টোবর। পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরে তিনি খেতে বসেছিলেন। সকলের পাতে ছিল ভেটকি মাছ। ফলে আমেজ করেই পরিবারের বাকি সদস্যদের সঙ্গে খাচ্ছিলেন রোকেয়া বিবি।
ফাইল ছবি
ভেটকি মাছে রসনাতৃপ্তি করতে গিয়ে ঘটেছিল বিপত্তি। গলায় আটকে গিয়েছিল ৩ ইঞ্চি কাঁটা। ১৬ দিন ধরে গলায় সেই কাঁটা আটকে থাকায় নাজেহাল অবস্থা হয়ে উঠেছিল প্রৌঢ়ার। তিনি কিছুতেই ঘাড় ঘোড়াতে পারছিলেন না। তার ওপর অসহ্য যন্ত্রনাও সইতে পারছিলেন না। শেষ পর্যন্ত এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় রেহাই পেলেন প্রৌঢ়া। অস্ত্রোপচার করে তার গলা থেকে ৩ ইঞ্চির কাঁটা বের করলেন এসএসকেএমের চিকিৎসকরা। বর্তমানে ওই প্রৌঢ়া সুস্থ রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৫৭ বছরের ওই প্রৌঢ়ার নাম রোকেয়া বিবি। তিনি বসিরহাটের বাসিন্দা। ঘটনার সূত্রপাত হয়েছিল গত ২৯ অক্টোবর। পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরে তিনি খেতে বসেছিলেন। সকলের পাতে ছিল ভেটকি মাছ। ফলে আমেজ করেই পরিবারের বাকি সদস্যদের সঙ্গে খাচ্ছিলেন রোকেয়া বিবি। তিনি মুখে মাছের একটি বড় অংশ ভরেছিলেন। চিবিয়ে ছোট কাঁটাগুলিকে বের করে দিলেও তিন ইঞ্চির কাঁটা বের করতে পারেননি। সেটি বিঁধে গিয়েছিল খাদ্যনালীতে। প্রথম দিকে তিনি বিষয়টিতে গুরুত্ব না দিলেও দিন যেতেই গলায় অসহ্য যন্ত্রণা হতে শুরু করে প্রৌঢ়ার । ঘটনায় গত শুক্রবার তিনি স্থানীয় চিকিৎসকের কাছে যান। এক্স রে করার পর চিকিৎসক জানতে পারেন কাঁটার অবস্থান। এরপর তিনি এসএসকেএম হাসপাতালে পাঠান। সেখানে ইএনটি বিভাগের চিকিৎসকরা ভালো করে খাদ্যনালী পরীক্ষা করে দেখেন। তারা জানতে পারেন, খাদ্যনালী ফুটো করে গলায় আটকে রয়েছে ওই কাঁটা। যার ফলে সমস্যা হচ্ছে। তখন চিকিৎসকরা ব্যথা কমানোর জন্য অ্যান্টিবায়োটিক দেন। ব্যথা কমার পর অস্ত্রোপচার করা হয় ওই প্রৌঢ়ার।