লটারির টিকিট কাটতেন মাঝেমধ্য়েই। ভাবতেন, যদি কখনও ভাগ্যলক্ষ্মী সহায় হন! যদি কখনও কিছু টাকা জেতা যায়, তাহলে দোকানটা একটু ভালো করে সাজাবেন। পরিবারের সকলকে নিয়ে একটু ভালোভাবে বাঁচবেন। টানাটানির সংসারে কিছুটা হয়তো সুরাহা হবে। কিন্তু, তাঁর সেই আশা যে সত্যি সত্যিই এভাবে পূরণ হয়ে যাবে, তা ভাবতেও পারেননি গোপাল সরকার। আজ (শনিবার - ২৪ মে, ২০২৫) তাঁর কাটা টিকিটেই উঠেছে ১ কোটি টাকার পুরস্কার!
গোপাল উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা বাজার এলাকার বাসিন্দা। তাঁর ছোট একটি দোকান রয়েছে। আয়ের উৎস বলতে ওটাই। তাতে যা হোক করে সংসার চলে যায়। দোকানের জন্যই আইসক্রিম কিনেছিলেন গোপাল। তার দাম মেটানো বাকি ছিল। শনিবার পাওনাদারের কাছে গিয়ে সেই দাম মিটিয়ে আসেন তিনি। ফেরার পথে লটারির টিকিট কেনেন।
এক-একটি টিকিটের দাম ৬ টাকা। গোপাল একটি পুরো সিরিজ কিনেছিলেন। তাতে তাঁর খরচ হয়েছিল ১৫০ টাকার মতো। সেই খেলা শুরু হয় এদিন দুপুর ১টা থেকে। তার কিছুক্ষণের মধ্যেই গোপাল জানতে পারেন, তিনি যে টিকিটগুলি কেটেছিলেন, তার মধ্য়েই একটিতে উঠেছে ১ কোটি টাকার পুরস্কার! সঙ্গে সঙ্গে স্ত্রীকে ফোন করে সেকথা জানান তিনি।
লটারি জেতা নিয়ে সংবাদমাধ্যমে গোপাল বলেন, 'আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো না। তাই মাঝেমধ্যে ভাগ্যপরীক্ষা করার জন্য লটারির টিকিট কাটতাম। ভাবিনি এটা হবে। এই টাকা দিয়ে দোকানের উন্নতি করব। ছেলের ভবিষ্যৎ গড়ব।'
আর গোপালের স্ত্রীর বক্তব্য হল, 'কোটি টাকা পুরস্কার পাবে ভাবতে পারিনি। আমি খুব খুশি। এবার দোকানটাকে ভালো করে সাজাব। আশা করছি, পরিবারের সকলকে নিয়ে ভালোভাবে থাকতে পারব।'