Bhool Chuk Maaf Day 2 Box Office Collection: রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বির সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা 'ভুল চুক মাফ' বক্স অফিসে ধীরে ধীরে গতি পাচ্ছে বলে মনে হচ্ছে। রাজকুমার রাওয়ের সুপরিচিত কমেডি দিয়ে, ছবিটি দর্শকদের হৃদয়ে জায়গা তৈরি করতে সক্ষম হচ্ছে বলেই মনে হচ্ছে। দ্বিতীয় দিনে, ছবিটির উপার্জনের গ্রাফ অনেকটাই বেড়েছে এবং আশা করা যাচ্ছে রবিবার তা আরও বাড়বে।
ভুল চুক মাফ বক্স অফিস কালেকশন:
দ্বিতীয় দিনের জন্য ছবির সংগ্রহ প্রকাশ করেছে সাচনিল্ক। করণ শর্মা পরিচালিত এই ছবি ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে আয় করেছিল ৭ কোটি টাকা। দ্বিতীয় দিনে ছবিটির আয় বাড়ে এবং ৯ কোটি টাকার ব্যবসা করে। ছবিটি এখন পর্যন্ত মোট ১৬ কোটি টাকা আয় করেছে। জয়পুর, চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহরগুলিতে রমরমিয়ে চলছে ভুল চুক মাফ। এবং সন্ধ্যা এবং রাতের শোতে এই সিনেমার টিকিট বেশি বিক্রি হচ্ছে।
ভুল চুক মাফ ছবি প্রসঙ্গে:
রিভিউগুলোর কথা বললে, আইএমডিবিতে 'ভুল ছুক মাফ' পেয়েছে ৮.২ রেটিং। অর্থাৎ ছবিটি দর্শক পছন্দ করেছেন এবং এর ফরে মপখে-মুখে প্রচারের সুবিধা পাবেন নির্মাতারা। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছেন 'বেবি জন' খ্যাত অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, রঘুবীর যাদব, সীমা পাহওয়া এবং জাকির হুসেন। ছবিতে সঞ্জয় মিশ্রের কাজ বেশ প্রশংসিত হচ্ছে।
মাঝে পহেলগাঁও হামলা ও ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মাঝে ভুল চুক মাফ ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তাতে তৈরি হয় আইনি জটিলতা। পিভিআর (PVR)-এর তরফ থেকে এই ছবির প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের বিরুদ্ধে মামলা করা হয়। প্রযোজনা সংস্থার কাছে ৬০ কোটি টাকাক্ষতিপূরণ চেয়ে মামলা করে পিভিআর। জানানো হয়, মুক্তির জন্য চুক্তি হয়ে গিয়েছিল আগেই। সেই জায়গা থেকে ছবি ওটিটিতে মুক্তি পেলে, ক্ষতির মুখ দেখবে পিভিআর। এরপর সিদ্ধান্ত বদল করে প্রযোজনা সংস্থা। শুধু তাই নয়, পিভিআরের সঙ্গে চুক্তি হয়েছে, বড়পর্দায় মুক্তির অন্তত ১ মাস পরে ভুল চুক মাফ ছবিটি ওটিটি-তে আসবে।