অভিনেত্রী রেখা এবং মৌসুমী চট্টোপাধ্যায় ছিলেন তাঁদের সময়ের অন্যতম সেরা অভিনেত্রী। বহু ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দুই ডাকসাইটে সুন্দরী। তবে সম্প্রতি রেখাকে নিয়ে বিস্ফোরক দাবি তুললেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেত্রী জানালেন, তাঁকে দেখেই একসময় রেখা নানা রকমের মুখ বানাতেন।
ফিল্মফেয়ারের সঙ্গে একান্ত আলাপচারিতায় মৌসুমী বলেন, ‘রেখা ভাবতেন বিনোদ মেহরার জীবন আমি বুঝি নিয়ন্ত্রণ করি। কারণ তিনি (রেখা) বিনোদ মেহরার বাড়িতে আসতেন এবং বিনোদের মা আমাকে বলতেন, ইন্দু, বিনোদের আলমারি থেকে খামটা বার করো। স্বাভাবিকভাবেই ওদের এটা পছন্দ হয়নি।’
আরও পড়ুন: পালে লাগল হাওয়া! ২য় দিনে এসে তরতরিয়ে এগিয়ে গেল ভুল চুক মাফ, বক্স অফিসে কত হল আয়
মৌসুমী আরও বলেন, অনেক সময়ই রেখা তাঁকে দেখলেই মুখ ফিরিয়ে নিতেন। ‘আমাকে দেখলেই সে নানা রকম মুখ বানাত। যেন পাত্তাই দেয় না। আমি একবার তার কাছেগিয়ে বলেছিলাম, 'তুমি এটা কীভাবে করলে, আমার সামনে আরেকবার করে দেখাও'। পুরো ঘাবড়ে গিয়েছিল। জানি না ওর এখন এটা মনে আছে কি না!’
'প্রেমবন্ধন' ছবির সময়কার একটি ঘটনা সম্পর্কে মৌসুমী বলেন, রামানন্দ সাগর সিনেমার শ্যুটের সময় তাঁকে (মৌসুমীকে) হিল জুতো খুলে ফেলতে বলেছিলেন। মৌসুমীর কথায়, ‘রামানন্দ সাগর বলেন, 'ওর উচ্চতা তো খাটো… সে (রেখা) খালি পায়ে…'। আমি তাঁকে বলেছিলাম, ‘আমি একজন শিক্ষিত ধনী মহিলা। আমি এভাবেই বড় হয়েছি। আমাকে জুতা খুলতে বলছেন কেন? তুমি ওকে সামলাও। ওটে টুল নিতে বলো।’
দাসী' ছবির শুটিং থেকে একটি ঘটনা বর্ণনা করে মৌসুমী বলেন, গৌণ (সেকেন্ড লিজ) চরিত্র পাওয়া নিয়ে রেখা খুব বিরক্ত ছিলেন। অভিনেত্রীর কথায়, ‘দ্বিতীয় নারীর চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁর মন খারাপ ছিল। তিনি রাজ খোসলাকে বলেছিলেন, 'আমাকে পরিচারিকার ভূমিকা দিন, আমাকে সঞ্জীব কাপুরের স্ত্রী হতে হবে'। আমার মনে আছে সাগর এবং অন্যরা হাসছিল। রেখা যখন এই অনুরোধ করেন, তখন তিনি (রাজ) কিছুটা মাতাল ছিলেন, তাই তিনি রেখাকে বলেছিলেন যে, তাঁকে পুরো গল্পটি পরিবর্তন করতে হবে’।