Budh Uday Lucky Zodiac Signs: জীবনের মোড় ঘোরানো সময় আনছে বুধের উদয়! বৃষ সহ কয়টি রাশির ভাগ্যে উন্নতি?
1 মিনিটে পড়ুন Updated: 18 Apr 2025, 09:00 PM ISTবুধের উদয়ে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। কাদের লাভ হবে, তার হদিশ দিচ্ছে রাশিফল।
বুধের উদয়ে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। কাদের লাভ হবে, তার হদিশ দিচ্ছে রাশিফল।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধের উদয়ের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। আসন্ন সময়ে রয়েছে বুধের উদয়। বুধ বর্তমানে রয়েছেন মীন রাশিতে। চলতি বছরে আসছে তাঁর উদিত হওয়ার সময়। বুধের উদিত হওয়ার ফলে বহু রাশি সুখের মুখ দেখতে চলেছেন। কারা কারা লাভ পাবেন, তার হদিশ দিচ্ছে রাশিফল।
বৃষ
এই রাশিতে বুধ দ্বিতীয়ভাবে উদিত হবেন। এই রাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্র থেকে সাফল্য পাবেন। বহু দিন ধরে আটকে থাকা কাজ ফের শুরু করতে পারবেন। চাকরিরতরা পাবেন লাভ। বিপুল টাকা রোজগারের সুবিধা পাবেন এঁরা। চাকরিরতদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রাপ্তি যোগও হবে। আপনার নেতৃত্বের ক্ষমতা বিকশিত হবে। কোনও বড় দায়িত্ব পাবেন। ব্যবসায়ীদের জন্য এই সময় লাভদায়ক। ব্যবসায় লগ্নি থেকে লাভ আসবে।
মিথুন
সন্তানের সুখ প্রাপ্তির সময় আসছে। চাকরিরতদেরও খুব লাভ হবে। এই রাশির জাতক জাতিকারা চাকরি ব্যবসায় লাভ পাবেন। দীর্ঘ দিন ধরে যাঁরা সন্তান প্রাপ্তির আশায় রয়েছেন, তাঁরা পাবেন বিস্তর লাভ। সন্তান সম্পর্কিত সমস্যা মিটে যাবে। ব্যবসার ক্ষেত্রে আপনি দারুণ লাভ পাবেন। অনেক কয়টি ভালো সুযোগ আসবে। পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হতে থাকবে।
তুলা
এই রাশিতে বুধ নবমভাবে থাকতে চলেছেন। এই রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্র থেকে লাভ পাবেন। আপনার দ্বারা করা কাজে অপার সাফল্য আসবে। আপনি সমস্ত রকমের পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজতে থাকবেন। চাকরিরতদের বিপুল লাভ আসবে। বৈবাহিক জীবনে চলা সমস্যা থেকে পাবেন মুক্তি। সন্তানের দিক থেকে সুখের খবর পাবেন। শিক্ষা ক্ষেত্রে লাভ হবে।
কবে উদিত হবেন বুধ?
বুধ মে মাসে তিনি অস্ত যাবেন। আবার জুন মাসে মিথুন রাশিতে উদিত হবেন তিনি। বুধের উদয়ের প্রভাব সব রাশিতে পড়বে। দেখা যাক, ভাগ্য ফিরতে চলেছে কাদের। ১৭ মে মেষ রাশিতে যাবেন বুধ। এরপর ৮ জুন সন্ধ্যা ৭ টা ৫৩ মিনিটে তিনি উদিত হবেন।