বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ২০২৫ সালের মে মাস বহু দিক থেকে বেশ তাৎপর্যবাহী। বহু গ্রহের এই সময়ে অবস্থানের জেরে নানান রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব পড়ে। আসন্ন মে মাসে বহু দুর্লভ যোগ রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে মে মাসে তিন বড় গ্রহ গুরু, বুধ, শুক্র নিজের চাল পরিবর্তন করতে চলেছেন। তার ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন, দেখা যাক।
মেষ
মে মাসে শনিদেবের কৃপায় আপনাদের ভাগ্যে আসবে তুমুল উন্নতির ছোঁয়া। যাঁরা চাকরিরত তাঁরা পেতে পারেন পদোন্নতির সুখ। উন্নতির নতুন নতুন রাস্তা তৈরি হবে। চাকরিরতদের বেতনবৃদ্ধির যোগ তৈরি হবে। সিনিয়ররাও আপনাদের কাজে সন্তুষ্ট হতে থাকবেন। আপনার পরিশ্রমের ফল ভালো হবে। যাঁরা ব্যবসা করছেন, তাঁরা বিদেশ থেকে লাভ পেতে পারেন। বিদেশ যাওয়ার ইচ্ছা থাকলে, তা পূরণ হতে পারে।
কর্কট
নিজের প্রতি বাড়বে আপনার মনোযোগ। তারফলে আপনার প্রতিভারও বিকাশ হবে। সব কাজে ভাগ্যের সহযোগিতা পাবেন। জীবনে ধীরে ধীরে সাফল্য আসবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এই সময়টি শুভ। কারোর কারোর চাকরির সুযোগ আসবে, কারোর আবার বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে।
( DA case in Supreme Court: ডিএ মামলায় সুপ্রিম কোর্টে আজ কী ঘটল? এল আরও এক আপডেট)
সিংহ
এই মাসে আপনার প্রতিটি কাজে পাবেন সাফল্য। সরকারি চাকরির জন্য যাঁরা চেষ্টা করছেন, তাঁরা পাবেন লাভ। চাকরিরতদের মনের মতো জায়গায় ট্রান্সফার হতে পারে। যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাঁরা এই মাসে সাফল্য পেতে পারেন। জীবনসঙ্গীর সর্বোতভাবে সঙ্গত পাবেন। স্বাস্থ্য ভালোর দিকে থাকবে। আপনার আর্থিক পরিস্থিতিও ভালোর দিকে যাবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)