২০২৩ এশিয়া কাপের জন্য পাকিস্তানে যাবে না ইন্ডিয়া টিম। এ কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বিসিসিআই-এর তরফে। বিসিসিআই সচিব জয় শাহ ২০২৩ এশিয়া কাপ প্রসঙ্গে বলে দেন যে, এই টুর্নামেন্টটি একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে। জয় শাহ, এই বিবৃতি দেওয়ার পর থেকেই পাকিস্তান তীব্র ভাবে সরব হয়েছে। যা নিয়ে চূড়ান্ত বিতর্ক চলছে।
বুধবার (১৮ অক্টোবর) এজিএম শেষে জয় শাহ গণমাধ্যমকে বলেন, ‘২০২৩ এশিয়া কাপ একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আমি এসিসির সভাপতি হিসেবে এটা বলছি। আমরা (ভারত) সেখানে যেতে পারব না, তারাও এখানে আসতে পারবে না। এমন কী অতীতেও এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতেই খেলা হতো।’
আরও পড়ুন: ২২ অক্টোবর থেকে T20 WC-এর সুপার ১২ রাউন্ড শুরু হবে, জেনে নিন কবে কবে ভারতের খেলা
জয় শাহের বক্তব্য পাকিস্তানে মোটেও পছন্দ করা হয়নি। এবং সংবাদ সংস্থা পিটিআই-এর খবরানুযায়ী, পাকিস্তানে ভ্রমণ না করার ভারতের এই সিদ্ধান্তের বিরোধীতা করে, পিসিবি ২০২৩ বিশ্বকাপ এড়িয়ে যাওয়ারও হুমকি দিয়েছে। যদিও এই বিষয়ে পিসিবি-র পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই হুমকির মধ্যেই তাদের বোর্ড সভাপতি রমিজ রাজার একটি পুরানো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন: চোটের জন্য T20 WC থেকেই ছিটকে গেলেন দুষ্মন্ত চামিরা, পরিবর্তে দলে কাসুন রাজিথা
রমিজ রাজা গত বছর একটি ইভেন্টে বলেছিলেন যে, ভারত আর্থিক ভাবে পিসিবি-কে পরিচালনা করছে এবং ভারত অর্থায়ন বন্ধ করলে পাকিস্তান ক্রিকেট ভেঙে পড়বে। ভাইরাল হওয়া এই ভিডিয়োতে রমিজ রাজাকে বলতে শোনা গিয়েছে, ‘পিসিবির ৫০ শতাংশ খরচ চলে আইসিসির অর্থায়ন থেকে। আর আইসিসির ৯০ শতাংশ অর্থায়ন আসে ভারত থেকে। আমি ভয় পাচ্ছি, ভারত যদি আইসিসিকে অর্থায়ন বন্ধ করে দেয়, তাহলে পিসিবি মুখ থুবড়ে পড়তে পারে। কারণ, আইসিসিকে পিসিবি অর্থায়ন দেয় শূন্য শতাংশ। পাকিস্তান ক্রিকেটকে শক্তিশালী করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’ আর রামিজ রাজার পুরনো এই ভিডিয়োই এখন হুহু করে ভাইরাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।