অবশেষে স্বপ্নপূরণ হল ‘বাবা’ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। যে কোনও বাবা-মায়ের কাছেই তাঁর সন্তানের সাফল্য বিশাল বড় ব্যপার। নিজেদের আনন্দ, খুশি, জয়ের থেকেও সন্তানদের আনন্দই যেন বাবা মায়ের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবার পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবনেও তেমনই ঘটনা ঘটে গেল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো ডোস স্যান্তোস ডাক পেলেন পর্তুগিজ জাতীয় দলে। পাঁচবারের ব্যালন ডি অরজয়ী রোনাল্ডোর ছেলে এই প্রথম পর্তুগালের জার্তিতে খেলার সুযোগ পেলেন। পর্তুগালের অনূর্ধ্ব ১৫ জাতীয় দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো জুনিয়র নামে খ্যাত স্যান্তোস।
ছোট থেকেই বাবার সঙ্গে ফুটবল মাঠে দেখা যায় স্যান্তোসকে। একাধিক ক্লাবের হয়েই তিনি বাবার সঙ্গে অনুশীলনের সময় মাঠে নেমে পড়তেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেও চেষ্টা চালিয়ে গেছেন ছেলেকে নিজের মতোই ফুটবলার তৈরি করার। রোনাল্ডোর মতো ফুটবলার হওয়া হয়ত অসম্ভব, কিন্তু ফুটবলার তো হওয়া সম্ভব। সেটাই যেন করে দেখালেন ছোট্ট স্যান্তোস।
পর্তুগালের দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো জুনিয়র
১৪ বছর বয়সী ক্রিশ্চিয়ানো দোস স্যান্ডোস বাবার ক্লাব আল নাসেরের জুনিয়র দলেই খেলে থাকেন। আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং জুভেন্তাসে খেলতেন, তখন তার ছেলে স্যান্তোসও জুনিয়র দলে প্রশিক্ষণ নিতেন এবং সেই ক্লাবের অ্যাকাডেমির হয়েই খেলতেন। এরপর সিআরসেভেন সৌদিতে চলে আসায় তাঁর ছেলেকে আর ইংল্যান্ডে না রেখে তিনি সৌদিতে নিয়ে চলে আসেন।
ক্রোয়েশিয়ায় খেলতে যাবেন স্যান্তোস
আসন্ন ভ্লাতকো মার্কোভিচ যুব প্রতিযোগিতায় ক্রোয়েশিয়য়া মে মাসেই খেলতে দেখা যাবে পর্তুগিজ কিংবদন্তির ছেলেকে। সেখানে পর্তুগালের অনূর্ধ্ব ১৫ দল খেলবে জাপান, গ্রিস এবং ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে। সেখানেই রোনাল্ডো-পুত্র মাঠে নামায় এই সামান্য প্রতিযোগিতার দিকেও এখন অনেক ফুটবলপ্রেমিরই নজর থাকবে, কারণ সিআরসেভেনের ছেলেও কি তাঁর মতোই হতে পারছেন? সেটা জানারল জন্য উৎসুক সকলে।
প্রসঙ্গত পর্তুগালের ৪০ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই বয়সে এসেও চুটিয়ে ফুটবল খেলছেন ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক লেভেলেও। রোনাল্ডোর মোট পাঁচটি সন্তান রয়েছে। পর্তুগালের জার্সিতে ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছেন সিআরসেভেন। এছাড়াও রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে তো প্রচুর ট্রফি রয়েছে তাঁর ঝুলিতে, যা হয়ত শেষও করা যাবে না গুনে। এবার তাঁর ছেলেই বাবার বুটে পা গলাতে পারেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।