পর্যটকদের আকর্ষণ করতে প্রতিটি রাজ্যই তাদের মতো করে ঘুঁটি সাজায়। কারণ সেই রাজ্য়ের আর্থ সামাজিক ক্ষেত্রে পর্যটনের একটা বড় ভূমিকা থাকে। পর্যটনের সঙ্গে সেই রাজ্যের অনেক বিষয় যুক্ত থাকে। এবার বাংলার পাশের রাজ্য অসম, কনসার্ট ট্যুরিজমের উপর জোর দিতে চাইছে।
অসমের মন্ত্রিসভা ইতিমধ্য়েই এই নয়া নীতির অনুমোদন করেছে। অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই কনসার্ট ট্যুরিজমকে অত্য়ন্ত গুরুত্ব দিয়ে দেখছেন।
সম্প্রতি তিনি জানিয়েছেন, মিউজিক ও এনটারটেইনমেন্ট ট্যুরিজম হাবের অঙ্গ হবে অসম। এখানে বড় মাপের কনসার্ট ও মিউজিক ফেস্টিভালের আয়োজন করা হবে।
আসলে ওয়াকিবহাল মহলের মতে, সরকার এই ধরনের কনসার্ট আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা করবে। এই ধরনের কনসার্ট আয়োজিত হলে সেখানে ভিনরাজ্য থেকেও মানুষ আসবেন। তাঁরা আসবেন, কনসার্ট দেখবেন আর বাড়ি চলে যাবেন এমনটা নয়। তাঁরা অসমের বিভিন্ন জায়গায় ঘুরে দেখবেন। এর মাধ্য়মেই অসমে পর্যটনের বিকাশলাভ করবে। এটা অত্যন্ত ইতিবাচক একটা দিক।
ইতিমধ্য়েই গুয়াহাটি, ডিব্রুগড়, জোরহাটে এই ধরনের কনসার্ট আয়োজনের উপর জোর দেওয়া হচ্ছে। গুয়াহাটিতে আগামী ডিসেম্বর মাসে বড় মাপের কনসার্ট আয়োজনের ব্যাপারে ভাবনাচিন্তা করা হচ্ছে।
এমনকী এই কনসার্টের আয়োজনের সময় প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থাও শর্তসাপেক্ষে করবে অসম সরকার।
এদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, আমেরিকান রাপার পোস্ট মালোনি আগামী ডিসেম্বর মাসে গুয়াহাটিতে আসবেন। মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বুধবারই এনিয়ে জানিয়েছেন। অসম সরকার এই কনসার্ট ট্যুরিজম পলিসির অনুমোদন করেছে।
এদিকে মেঘালয়তে এই ধরনের কনসার্টের আয়োজন করা হয়। এবার অসমেও আয়োজিত হবে কনসার্ট। গুয়াহাটি, জোরহাট ও ডিব্রুগড়ে এই ধরনের কনসার্টের আয়োজন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই কনসার্টের মাধ্য়মে রাজস্ব আদায় বৃদ্ধি পেতে পারে।
এদিকে এবার মেঘালয়ের সঙ্গে এই কনসার্ট নিয়ে সুস্থ প্রতিযোগিতা হতে পারে অসমের। কারণ কনসার্ট আয়োজনের ক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে রয়েছে মেঘালয়। সেক্ষেত্রে অসম এবার এই কনসার্ট আয়োজনের ক্ষেত্রে কতটা এগিয়ে যায় সেটাই এবার দেখার।
বাংলার বিভিন্ন বনাঞ্চলে, জঙ্গল লাগোয়া রিসর্টে নাচ গানের আসর বসানো হয়। পর্যটকদের আকর্ষণ করতে এই ধরনের আসর বসানো হয়। তবে এবার অসম ভাবছে আরও বৃহত্তর পরিধিতে। এক্ষেত্রে বড় মাপের কনসার্টের আয়োজন করা হবে। সেখানে দেশ বিদেশের শিল্পীরা গান গাইবেন। রক মিউজিক হবে। এর মাধ্য়মে প্রচুর পর্যটক সেই কনসার্টের টানেও অসমে আসতে পারেন।