আইপিএল ২০২৫-এ অন্যতম ট্রেন্ডিং বিষয় হয়ে উঠেছে দিগ্বেশ রাঠির নোটবুক সেলিব্রেশন। প্রায় প্রতি ম্যাচেই তিনি উইকেট নেওয়ার পর নোটবুক সেলিব্রেশন করেন। এর আগে সানরাইজার্স ম্যাচে নোটবুক সেলিব্রেশন করে তিনি বড় শাস্তির মুখে পড়েছিলেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তিনি খেলতে পারেননি। কিন্তু তাতে কি? বোর্ডের চোখ রাঙানিকে উপেক্ষা করেই লখনউ সুপার জায়ান্টের ক্রিকেটাররা ফের একবার দিগ্বেশের নোটবুক সেলিব্রেশন করলেন মাঠে, বুঝিয়ে দিলেন একটা দিগ্বেশকে আটকাতে গেলে ১০০টা দিগ্বেশ জন্ম নেবে।
দিগ্বেশের পাশে LSG-র পেসার
গুজরাট টাইটান্সের জোস বাটলারকে আউট করার পর লখনউয়ের বাঁহাতি পেসার আকাশ সিং নোটবুক সেলিব্রেশন করেন। ডাগআউটের উদ্দেশ্যে তাঁর এই সেলিব্রেশন দেখে বোঝার বাকি নেই, তিনি দিগ্বেশকে পাশে থাকার বার্তাই দিচ্ছিলেন। ষষ্ঠ ওভারে বোলিং করতে এসে আকাশ সিং এক অসাধারণ স্লো বলে বাটলারকে আউট করেন। সেই উইকেটটির গুরুত্বও অনেক ছিল এই ম্যাচে।
আকাশ সিংয়ের নোটবুক সেলিব্রেশন
আর তারপরই সকলের নজর কাড়েন আকাশ সিং তাঁর সেলিব্রেশনের মধ্যে দিয়ে। ড্রেসিংরুমের দিকে তাকিয়ে দিগ্বেশকে উদ্দেশ্যে করে নোটবুক সেলিব্রেশন করেন তিনি। এই নোটবুক সেলিব্রেশন করেই এলএসজির স্পিনার বিসিসিআইয়ের তরফে এক ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন বিসিসিআইয়ের তরফে। কারণ একাধিক ম্যাচে ফাইন এবং ডিমেরিট পয়েন্ট পাওয়া সত্ত্বেও নিজের সেলিব্রেশন থেকে সরে দাঁড়াননি দিগ্বেশ।
একঝলকে সেলিব্রেশনের সেই ভিডিয়ো
এখন দেখার বিষয় হল, আকাশ সিংকেও বিসিসিআইয়ের তরফ থেকে এবার শাস্তি দেওয়া হয় কিনা। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩.১ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে এক উইকেট নেন এই বাঁহাতি পেসার। এবারের আইপিএলে একাধিক তারকাই নিজেদের মতো করে সেলিব্রেশন করেছেন। লোকেশ রাহুলও আরসিবির বিরুদ্ধে দিল্লিকে জিতিয়ে আগ্রাসী সেলিব্রেশনই করেছিলেন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে, তারকা ক্রিকেটাররা রেহাই পেয়ে গেছেন বোর্ডের শাস্তির মুখ থেকে। কিন্তু দিগ্বেশের এই নোটবুক সেলিব্রেশনকে কোনও কারণে বিসিসিআই একদম ভালো চোখে দেখেনি। তাই বারবারই তাঁকে এই সেলিব্রেশনের জন্য শাস্তি দেওয়া হয়েছে। যদিও দমবার পাত্র নন দিগ্বেশও। টাকার কথা না ভেবেই তিনি নিজের সেলিব্রেশন করা চালিয়ে গেছেন। এখন দেখার বিষয় হল, এরপরের IPL 2025-র ম্যাচে মঙ্গলবার আরসিবির বিরুদ্ধেও ফের একবার নোটবুক সেলিব্রেশন করেন কিনা দিগ্বেশ রাঠি। নাকি বিসিসিআইয়ের শাস্তিতে আপাতত চুপ করে যাবেন এই স্পিনার।