বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী প্রফেসর মহম্মদ ইউনুস পদত্যাগের 'হুমকি' দিয়েছেন সম্প্রতি। বাংলাদেশে রাজনৈতিক দলগুলো নির্বাচনী সংস্কারের বিষয়ে একমত হতে ব্যর্থ। তবে এরই মধ্যে নির্বাচন নিয়ে চাপ বাড়ছে তাঁর ওপর। এরই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ইউনুসের সরকার আপস করেছে বলে অভিযোগ। কক্সবাজারে মার্কিন সেনার উপস্থিতি কিংবা মায়ানমার দিয়ে মানবিক করিডোর নিয়ে চলছে জোর বিতর্ক। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপ নিয়েও জল্পনার শেষ নেই। এর আগে হাসিনা অভিযোগ করেছিলেন, এই দ্বীপে নাকি আমেরিকা ঘাঁটি গড়তে চায়। এই আবহে সম্প্রতি বাংলাদেশি সেনা প্রধান ওয়াকার-উজ-জামান এই নিয়ে ডেডলাইন নির্ধারণ করে দিয়েছেন। এই আবহে ইউনুস পদত্যাগ করার কথা ভাবছেন বলে খবর মিলেছে। এই আবহে বাংলাদেশে ফের একবার রাজনৈতিক অস্থিতিশীলতা ও সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে। এরই সঙ্গে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জল্পনা-কল্পনাও আরও তীব্র হয়েছে। এদিকে ইউনুসের গ্রামীণ ব্যাঙ্ক এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য সংস্থাকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে নোবেলজয়ী অধ্যাপকের বিরুদ্ধে। (আরও পড়ুন: শ্রীনগরগামী উড়ানের ২ ইন্ডিগো পাইলটকে গ্রাউন্ড করল DGCA, ওদিকে প্রশংসা মন্ত্রীর)