বছর পাঁচেক চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালে ইতালিতে আত্মীয় ও হাতে গোনা কয়েকজন বন্ধুদের মাঝেই চারহাত এক করেছিলেন 'বিরুষ্কা'. তবে এখনও পরস্পরের প্রতি তাঁদের রসায়ন দেখলে বোঝা দায় সম্পর্কের এতগুলো বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তাঁরা। নতুন প্রেমিক-প্রেমিকার মতো দুজনে এতটাই ভালোবাসায় মশগুল তাঁরা। পর্দায় হোক কিংবা নেটমাধ্যমে পোস্ট করা ছবি, 'বিরুষ্কা'-র 'কাপল গোলস'-এ মুগ্ধ তামাম নেটদুনিয়া। এবার ফের একবার এই জুটির কাণ্ডে মাতোয়ারা তাঁর অনুরাগীরা।সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। দেখা যাচ্ছে, অনুষ্কার রূপে মজে বেশ কিছুক্ষণ তাঁর দিকে উপলকভাবে তাকিয়ে রয়েছেন বিরাট কোহলি। চোখে মুগ্ধতা নিয়ে স্ত্রীয়ের প্রশংসা করতেই স্বামীকে ছদ্ম বকা দিয়ে বলি-নায়িকার প্রশ্ন,' অমন করে কী দেখছ?'। একটুও না দমে অনুষ্কার কাছে কয়েক পা এগিয়ে এসে ভালোবাসা জাহির করতে করতেই তাঁকে ঘিরে আনন্দে নাচতে শুরু করলেন বিরাট। মুখে তখন মোহম্মদ রফির সেই বিখ্যাত গান 'ইয়ে চাঁদ সা রোশন চেহারা....' আর পায়ে শাম্মি কাপুরের নাচের ছন্দ। স্বামীর এই কাণ্ড দেখে আর চুপ করে থাকতে পারেননি অনুষ্কাও। হাসতে হাসতে তিনিও বিরাটের সঙ্গে ওই নাচে যোগ দিয়েছেন। আসলে, একটি জনপ্রিয় সাবানের বিজ্ঞাপনেই দেখা যাবে 'বিরুষ্কা'-এই কান্ড। ইনস্টাগ্রামের দেওয়ালে নিজেই সেই সংস্থার এই বিজ্ঞাপনী প্রচারের ভিডিওটি পোস্ট করেছেন বিরাট কোহলি। বলাই বাহুল্য তাঁদের প্রিয় তারকা-জুটির এই অবতার দেখে দারুণ খুশি অনুরাগীরা। প্রশংসা ও শুভেচ্ছায় তো ভোরে উঠিছে বিরাটের সেই ভিডিওর কমেন্টবক্স। পাশাপাশি বয়েছে লাইক এবং শেয়ারের বন্যাও।এইমুহূর্তে মেয়ে ভামিকাকে নিয়ে লন্ডনে ছুটি কাটাচ্ছেন বিরাট এবং অনুষ্কা। তাঁদের সঙ্গে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের আরও কিছু ক্রিকেটার। মূলত জুন মাসে ভারত-নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতেই ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ইংল্যান্ড পাড়ি দিয়েছিলেন বিরাট। ছোট্ট ভামিকাকে সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে পাড়ি দিয়েছিলেন অনুষ্কাও।