সলমন অভিনীত কমেডি ড্রামা ‘বিবি নাম্বার ওয়ান’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন। সিনেমায় একটি জনপ্রিয় গানে (চুনারি চুনারি), নাচ করতে দেখা গিয়েছিল সুস্মিতা-সলমনকে। এবার ওই একই গান নতুন ভাবে তৈরি করতে দেখা গেল বরুণের নতুন ছবিতে।
নতুন প্রজন্মের নায়ক বরুণ ধাওয়ান হলেন পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে। যেহেতু ডেবিড ধাওয়ান কমেডি ছবি তৈরির অন্যতম বাদশা, তাই আশা করাই যায় পরিচালকের সমস্ত ছবিতে হাস্যরসাত্মক এলিমেন্ট থাকবেই। তবে পুরনো কমেডি ছবিগুলিকে নতুন ভাবে রিক্রিয়েট করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন পরিচালক।
আরও পড়ুন: 'মৃত্যুর মুখে ঠেলে…', হঠাৎ কী নিয়ে এমন পোস্ট করলেন ঝিলম?
আরও পড়ুন: চুল কেটে রেডি! পুরনো লুকে নতুন ছবির শ্যুটিং শুরু কার্তিকের
কিছু বছর আগে ‘কুলি নাম্বার ওয়ান’ এবং ‘জুড়ুয়া’ ছবি পুনরায় তৈরি করেছিলেন ডেভিড ধাওয়ান। কিন্তু প্রতিবার ব্যর্থ হয়েছেন তিনি। আসলে ৯০ দশকে যে কমেডি সেট করে গিয়েছিলেন গোবিন্দা বা সলমন, সেটি যে এত সহজে ভাঙার নয় তা আরও একবার প্রমাণ হয়ে গেল যখন সলমনের ‘বিবি নাম্বার ওয়ান’ ছবির গান পুনরায় তৈরি করা হল।
আগামী বছর ১০ এপ্রিল মুক্তি পাবে বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে এবং ম্রুনাল ঠাকুর অভিনীত ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। সম্প্রতি এই ছবির একটি ছোট্ট ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ক্লিপিং দেখে আপনি বুঝতে পারবেন সুস্মিতা এবং সলমনের আইকনিক গান ‘চুনারি চুনারি’ পুনঃনির্মাণ করা হয়েছে।
তবে ২৬ বছর আগে দুই তারকা যে মানদণ্ড নির্মাণ করেছিলেন তা ভাঙা এত সহজ নয়। তাই বরুণের নতুন ছবির গানের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নেটিজনদের কটাক্ষের সম্মুখীন হয়। একজন কটাক্ষ করে লিখেছেন, ‘দয়া করে এই গানটির বারোটা বাজাবেন না।’ অন্য একজন লিখেছেন, ‘দয়া করে নাচ কোরো কিন্তু নষ্ট করো না।’
আরও পড়ুন: অপেক্ষাতেই লুকিয়ে নিঃস্বার্থ ভালোবাসা, এক অন্য প্রেমের গল্পে বলতে আসছে গৃহপ্রবেশ, প্রকাশ্যে এল ঝলক
আরও পড়ুন: রুপোলি পর্দায় আসছে রতন টাটার বায়োপিক, নাম ভূমিকায় দেখা যাবে কাকে?
পরিচালকের সৃজনশীলতার ওপরে প্রশ্ন তুলে একজন লিখেছেন, ‘পুরনো গানকে রিক্রিয়েট করার মধ্যে কোনও সৃজনশীলতা নেই।’ অন্য একজন আবার লিখেছেন, ‘প্লিজ এই গানটি নষ্ট করবেন না।’ কেউ কেউ আবার ভাইজানের প্রসঙ্গ তুলে বলেন, ‘আপনি বারবার সলমনকে কপি করেন কেন? নিজে কিছু করতে পারেন না?’