প্রিমিয়ার লিগের চেয়েও বড় আইপিএল! এমনই অবাক করা মন্তব্য করে বসলেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। অনেকেই এটাকে সাহসী মন্তব্যও হিসাবে মনে করছেন। দিল্লি ক্যাপিটালসের কাছে ছয় উইকেটের হারের পর এক অবাক করা মন্তব্য করে সকলকে চমকে দিলেন পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি দাবি করেছেন, ‘আইপিএল প্রিমিয়ার লিগের চেয়েও বড়।’ শনিবার জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে ম্যাচ শেষে তিনি এই মন্তব্যটি করেন।
দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পরে শ্রেয়স আইয়ার বলেন, ‘এটা প্রিমিয়ার লিগের চেয়েও বড়। আপনাকে ইতিবাচক এবং শান্ত থাকতে হবে। পরের দিন নতুন মানসিকতা নিয়ে মাঠে নামতে হয়। বর্তমানেই থাকতে হবে।’
পঞ্জাব কিংসের শীর্ষ দুই-এ ওঠার সুযোগ কি হাতছাড়া হবে?
আইপিএল ২০২৫-এ শীর্ষস্থান দখলের সুযোগ ছিল পঞ্জাব কিংসের সামনে। শ্রেয়স আইয়ার (৩৪ বলে ৫৩ রান) এবং মার্কাস স্টইনিস (১৬ বলে অপরাজিত ৪৪ রান)-এর ইনিংসে ভর করে প্রীতি জিন্টার দল স্কোর বোর্ডে তোলে ২০৬/৮ রান। তবে সেই স্কোর দিল্লি ক্যাপিটালস অনায়াসেই টপকে যায়।
দিল্লির চমকপ্রদ রান তাড়া
দিল্লি ক্যাপিটালস ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সমীর রিজভি ২৫ বলে অপরাজিত ৫৮ রান করেন, তাঁর এই মারমুখী ব্যাটিংয়ের সময়ে তিনি ৫টি ছক্কা ও ৩টি চারের মারেন। করুণ নায়ার (৪৪) এবং কেএল রাহুল (৩৫) দলকে মজবুত ভিত গড়ে দেন।
আরও পড়ুন … করুণ নায়ারও বলেছিল ওটা ছক্কা… DC-র কাছে হেরে আম্পায়ারের উপর চটলেন PBKS-এর সহ-মালিক প্রীতি জিন্টা
ম্য়াচের পরে শ্রেয়স আইয়ারের প্রতিক্রিয়া: বলিং-এ শৃঙ্খলার অভাব
ম্য়াচে দিল্লি ক্যাপিটালসের কাছে পরাজয় নিয়ে কথা বলতে গিয়ে শ্রেয়স আইয়ার বলেন, ‘এই উইকেটে ২০৭ দুর্দান্ত স্কোর ছিল। বাউন্স অসমান ছিল এবং বল ব্যাটে আসছিল না ঠিকভাবে। কিন্তু আমরা বল হাতে যথেষ্ট শৃঙ্খলাপূর্ণ ছিলাম না। পরিকল্পনা ছিল স্টাম্প বরাবর হার্ড লেংথে বল করা, কিন্তু আমরা অতিরিক্ত শর্ট বল করে ফেলেছি।’
আরও পড়ুন … অপেক্ষার অবসান! সব জল্পনা উড়িয়ে IPL 2025 প্লে-অফের আগেই RCB শিবিরে যোগ দিলেন অজি পেসার জোশ হেজেলউড
আশাবাদী মনোভাব ও চোটের আপডেট
প্লে-অফে জায়গা নিশ্চিত হওয়ায় খুব একটা বিচলিত নন আইয়ার। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে প্রতিটি দলই সমানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনাকে ইতিবাচক ও স্থির থাকতে হবে। আমরা শক্তিশালী পরিকল্পনা নিয়ে ফিরব।’ নিজের ইনজুরি সম্পর্কে আইয়ার জানান, ‘শরীরে কোনও সমস্যা নেই, শুধু আঙুলে একটু সমস্যা। পরের ম্যাচে খেলতে কোনও বাধা নেই।’
আরও পড়ুন … বার্সেলোনাকে ফাইনালে ১-০ গোলে হারিয়ে ১৮ বছর পর ফের মহিলা চ্যাম্পিয়ন্স লিগ জিতল আর্সেনাল
ফ্যাফ ডু প্লেসির প্রতিক্রিয়া-
দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ফাফ ডু প্লেসি ম্যাচ শেষে বলেন, ‘পঞ্চম স্থান আমাদের মরশুমের একটি যথাযথ প্রতিফলন। তবে টপ-ফোরে থাকতে হলে আরও ধারাবাহিক হতে হত।’