২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘তারে জামিন পর’, সিনেমাটি দেখে আবেগপ্রবন হয়ে পড়েননি, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। এবার আবারও দর্শকদের কাঁদাতে আসতে চলেছে ‘সিতারে জামিন পর’! সদ্য মুক্তি পাওয়া ছবির পোস্টার দেখে এমনটাই বলছেন নেটিজেনরা সিনেমাটি মুক্তি পাবে আগামী ২০ জুন।
‘সিতারে জামিন পর’ ছবির যে পোস্টার মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে কয়েকটি তারা, একটি বাস্কেট বলের ছবি। পোস্টারে আমির খানের সঙ্গে দেখা গিয়েছে ১০ জন নবাগত অভিনেতাদের, যাদের মধ্যে রয়েছেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর।
আরও পড়ুন: 'সত্যজিৎ রায়ের সমকক্ষ...', মানিকবাবুর সঙ্গে তুলনা করে কাকে কটাক্ষ করলেন জিতু?
আরও পড়ুন: 'আরও বিনিয়োগ..', Waves summit 2025-এ বলিউডের উন্নতির জন্য কোন টিপস দিলেন আমির?
সিনেমাটি পরিচালনা করেছেন আর এস প্রসন্ন। প্রযোজনা করেছেন আমির খান এবং অপর্ণা পুরোহিত। আমির খানের প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত হয়েছে এই ছবি। সিনেমার চিত্রনাট্য লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, গান বানিয়েছেন শঙ্কর- ইশান লয়। আগামী ২০ জুন মুক্তি পাবে ছবিটি।
সিনেমার পোস্টার দেখেই রীতিমতো উচ্ছ্বসিত হয়েছেন ভক্তরা। ছবি মুক্তির দিন গুনছেন তাঁরা। পোস্টার দেখে একজন লিখেছেন, ‘বক্স অফিসের রেকর্ড ভাঙতে চলেছে এই ছবিটি।’ অন্য একজন লিখেছেন, ‘আবার কাঁদব।’ তৃতীয় একজন লিখেছেন, ‘শঙ্কর- ইশান লয় সঙ্গীত পরিচালনা করবেন দেখে ভালো লাগল।’
নেটপাড়ার লোকজন পোস্টর দেখা ভাবছেন এই ছবিও হয়ত তাঁদের চোখে জল আনবে। তবে সেটা কিন্তু নয়। নির্মাতারা বলছেন ‘তারে জামিন পর’ ছবিটি যেমন মানুষকে কাঁদিয়েছে এই ছবিটি কিন্তু মানুষকে হাসাবে। আমির খানের চরিত্র এসেছে অনেকটাই বদল। একজন বাস্কেটবল কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করবেন জেনেলিয়া। দর্শিল সাফারিকে ফের দেখা যাবে পুরনো ভূমিকায়।
আরও পড়ুন: শ্যুটিং ফ্লোরেই মুখ থুবড়ে পড়লেন বরুণ, কান্ড দেখে হেসে খুন ম্রুণাল, মৌনীরা
উল্লেখ্য, ইতিমধ্যেই ‘সিতারে জামিন পর’ ছবির ট্রেলার CBFC - এর কাছে উপস্থাপন করা হয়েছে, যারা এই ছবিটিকে U সার্টিফিকেট পেয়েছে। শুধু তাই নয়, ৩ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলার দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন তাঁরা। এবার সকলকে মুগ্ধ করার পালা সিনেমার।