আইপিএল ২০২৫-এর সব থেকে দামি খেলোয়াড়ের ব্যাটিং ব্যর্থতা জারি রইল ধরমশালাতেও। রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৭ কোটির ঋষভ পন্ত বড় শট নেওয়ার চেষ্টা করলে তাঁর হাত থেকে ব্যাট ছিটকে যায়। বল ব্যাটে লেগে চলে যায় ফিল্ডার শশাঙ্ক সিংয়ের হাতে। লখনউ দলনায়ক পন্ত ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ১৮ রানের নড়বড়ে ইনিংস খেলে সাজঘরে ফেরেন।
জয়ের জন্য লখনউ সুপার জায়ান্টসের সামনে টার্গেট ছিল ২৩৭ রানের। এমন পাহাড়প্রমাণ টার্গেটে পৌঁছতে হলে পন্তের মতো ব্যাটারের জ্বলে ওঠা দরকার ছিল। তবে তিনি ফের একবার দলকে নির্ভরতা দিতে ব্যর্থ হন। এক্ষেত্রে ঋষভ পন্তের হাত থেকে শুধু ব্যাটই নয়, বরং ম্যাচও ছিটকে যায়।
পঞ্জাবের বিরুদ্ধে জিতলে প্লে-অফের সম্ভাবনা উজ্জ্বল করত লখনউ। তবে তারা ম্যাচ হেরে বসায় বাকি টুর্নামেন্ট তাদের কাছে কার্যত ডু অর ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে যায়। ১১ ম্যাচে লখনউয়ের সংগ্রহে থাকে ১০ পয়েন্ট। অন্তত ১৬ পয়েন্টে পৌঁছতে হলে তাদের লিগের শেষ ৩টি ম্যাচ জিততেই হবে। অন্যদিকে ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে প্লে-অফের কার্যত দোরগোড়ায় পৌঁছে যায় পঞ্জাব কিংস।
আরও পড়ুন:- হাতে ব্যান্ডেজ, চোট পেয়ে ছিটকে যাওয়ার ঝুঁকি নিয়েও ইডেনে অবিশ্বাস্য ক্যাচ রাহানের- ভিডিয়ো
রবিবার ধরমশালায় আইপিএল ২০২৫-এর ৫৪তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পঞ্জাব কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৩৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
পঞ্জাব ওপেনার প্রিয়াংশ আর্য ১ রান করে প্রথম ওভারেই আউট হয়ে বসেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে জোশ ইংলিস ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৪ বলে ৩০ রান করে মাঠ ছাড়েন। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার চার নম্বরে ব্যাট করতে নেমে নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৪৫ রান করে ক্রিজ ছাড়েন।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন নেহাল ওয়াধেরা। নিশ্চিত শতরান হাতছাড়া করেন অপর ওপেনার প্রভসিমরন সিং। তিনি ৪৮ বলে ৯১ রান করে আউট হন। এমন ধ্বংসাত্মক ইনিংসে প্রভসিমরন মোট ৬টি চার ও ৭টি ছক্কা মারেন। শশাঙ্ক সিং ১৫ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ৫ বলে ১৫ রান করে নট-আউট থাকেন মার্কাস স্টইনিস। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন।
লখনউ সুপার জায়ান্টসের হয়ে ৪ ওভারে ৩০ রান খরচ করে ২টি উইকেট নেন আকাশ সিং। ৪ ওভারে ৪৬ রান খরচ করে ২টি উইকেট নেন দিগ্বেশ রাঠি। ৪ ওভারে ৪৩ রান খরচ করে ১টি উইকেট নেন প্রিন্স যাদব। উইকেট পাননি আবেশ খান ও মায়াঙ্ক যাদব।
আরও পড়ুন:- ব্যাট হাতে ঝড় তুললেন বাংলার রিচা, হেরে ফাইনালের টিকিট এখনও অধরা হরমনপ্রীতদের
পালটা ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৯ রানে আটকে যায়। ৩৭ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে পঞ্জাব কিংস। লখনউয়ের হয়ে ৪০ বলে ৭৪ রান করেন আয়ুষ বাদোনি। তিনি ৫টি চার ও ৫টি ছক্কা মারেন। ২৪ বলে ৪৫ রান করেন আবদুল সামাদ। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন।
এডেন মার্করাম ১৩, নিকোলাস পুরান ৬, ডেভিড মিলার ১১, আবেশ খান অপরাজিত ১৯ ও প্রিন্স যাদব অপরাজিত ১ রান করেন। খাতা খুলতে পারেননি মিচেল মার্শ। পঞ্জাবের হয়ে ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে ৩টি উইকেট নেন আর্শদীপ সিং। ৪ ওভারে ৩৩ রান খরচ করে ২টি উইকেট দখল করেন আজমতউল্লাহ ওমরজাই। ১টি করে উইকেট নেন মারকো জানসেন ও যুজবেন্দ্র চাহাল। ম্যাচের সেরা হন প্রভসিমরন।