রবিবার (৪ মে) ডাবল হেডারের ম্যাচের পর পয়েন্ট টেবলের অঙ্কটা যেন আরও জটিল হল। এদিন প্রথম ম্যাচটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কোনও মতে ১ রানে জয় পায় কলকাতা নাইট রাইডার্স। এদিকে দ্বিতীয় ম্যাচে পঞ্জাব কিংস ৩৭ রানে হারায় লখনউ সুপার জায়ান্টসকে। এতে পয়েন্ট টেবল নিঃসন্দেহে এলোমেলো হয়েছে। এদিন লখনউকে হারিয়ে পঞ্জাব এক লাফে পয়েন্ট টেবলের দুই নম্বরে উঠে এসেছে। পাশাপাশি তারা সুবিধে করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সেরও। এদিন লখনউ হারায় লাভবান হয় কেকেআর।
পঞ্জাব দুইয়ে ওঠায় পয়েন্ট টেবলে পতন হল মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্সের। এদিকে ছয়ে উঠে এল কেকেআর। এলএসজি নেমে গেল সাতে। দিল্লি ক্যাপিটালস অবশ্য পাঁচেই থাকল। পয়েন্ট টেবলের শেষ তিন দলের জায়গার অদলবদল হয়নি।
এদিকে কেকেআর-কে প্লে-অফে উঠতে হলে, তাদের বাকি ৩টি ম্যাচ জিততে হবে। সেক্ষেত্রে ১৭ পয়েন্ট দাঁড়াবে নাইটদের। সেই সঙ্গে রানরেটও বাড়াতে হবে। পাশাপাশি মুম্বই, গুজরাট, দিল্লির পয়েন্ট নষ্টের দিকেও তাকিয়ে থাকতে হবে। কলকাতার দলের পরের তিনটি ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। সিএসকে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। হায়দরাবাদও কার্যত প্লে-অফের লড়াইয়ে নেই। শুধু আরসিবি প্লে-অফের দৌড়ে আছে, বরং বলা ভালো, বিরাট কোহলিরা কার্যত প্লে-অফে পৌঁছে গিয়েছে।
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের সর্বশেষ আপডেট:
১) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১১ ম্যাচে ৮টি জয়, ৩টি হার, ১৬ পয়েন্ট (নেট রানরেট +০.৪৮২)
২) পঞ্জাব কিংস- ১১ ম্যাচে ৭টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৫ পয়েন্ট (নেট রানরেট +০.৩৭৬)
৩) মুম্বই ইন্ডিয়ান্স- ১১ ম্যাচে ৭টি জয়, ৪টি হার, ১৪ পয়েন্ট (নেট রানরেট +১.২৭৪)
৪) গুজরাট টাইটান্স- ১০ ম্যাচে ৭টি জয়, ৩টি হার, ১৪ পয়েন্ট (নেট রানরেট +০.৮৬৭)
৫) দিল্লি ক্যাপিটালস- ১০ ম্যাচে ৬টি জয়, ৪টি হার, ১২ পয়েন্ট (নেট রানরেট +০.৩৬২)
৬) কলকাতা নাইট রাইডার্স- ১১ ম্যাচে ৫টি জয়, ৫টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১১ পয়েন্ট (নেট রানরেট +০.২৪৯)
৭) লখনউ সুপার জায়ান্টস- ১১ ম্যাচে ৫টি জয়, ৬টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট -০.৪৬৯)
৮) রাজস্থান রয়্যালস- ১২ ম্যাচে ৩টি জয়, ৯টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -০.৭১৮)
৯) সানরাইজার্স হায়দরাবাদ- ১০ ম্যাচে ৩টি জয়, ৭টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -১.১৯২)
১০) চেন্নাই সুপার কিংস- ১১ ম্যাচে ২টি জয়, ৯টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -১.১১৭)