জি বাংলায় আসছে নতুন মেগা দাদামণি। শুক্রবার বিকেলেই ধারাবাহিকের মোশন পোস্টার প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশ্যে এল দাদামণির প্রোমো। জল্পনা মতো প্রতীক সেনকেই দেখা গেল নাম ভূমিকায়।
আরও পড়ুন: জল্পনার অবসান, অগস্টেই আসছে ধূমকেতু! কবে শুভ মুক্তি দেব শুভশ্রীর ছবির?
আরও পড়ুন: অঙ্কুশের পর টলিউডে আর কোনও প্রতিষ্ঠিত নায়ক নেই, দাবি ঐন্দ্রিলার! বললেন, 'আমাদের ইন্ডাস্ট্রিতে...'
প্রকাশ্যে দাদামণি ধারাবাহিকের প্রোমো
এদিন জি বাংলার তরফে প্রকাশ্যে আনা হল দাদামণি ধারাবাহিকের প্রোমো। সেখানে দেখা যাচ্ছে পুকুরে স্নান করে প্রণাম করে উঠছেন দাদামণি প্রতীক সেন। পাড়ে তার জন্য অপেক্ষারত তার চার বোন। পূজার বসন পড়ে সে এগিয়ে আসে মন্দিরের দিকে। চারিদিকে কাসর, ঘণ্টা বাজছে, চলছে ছৌ নাচ। আর তার মাঝেই কিছুজন মা কালীর পালকি ওঠানোর চেষ্টা করছেন কিন্তু পারছেন না। প্রতীক এসে এগিয়ে যায় সেই দিকেই। তার এক বোন বলে ওঠে, 'পারলে তুমিই পারবে দাদামণি।' দেখা যায় প্রতীক দেবীর পালকি কাঁধে তুলে নেন।
এদিন এই প্রোমো প্রকাশ্যে এলেও নায়িকা কে হবেন বা গল্প কোন খাতে বইবে সেই ইঙ্গিত পাওয়া যায়নি। এমনকি কবে থেকে এই মেগা শুরু হবে না কোন স্লটে দেখা যাবে তাও জানা যায়নি। তবে এই প্রোমো দেখে দারুণ খুশি প্রতীক সেনের অনুরাগীরা। অভিনেতাকে তাঁরা শেষবার উড়ান সিরিয়ালে দেখেছেন। সদ্যই শেষ হয়েছে এই মেগা। তারপরই নতুন রূপে ফিরে এলেন তিনি।
প্রসঙ্গত এদিন যে মোশন পোস্টার প্রকাশ্যে আনা হয়েছিল সেখানে দেখা যায় মেরুন পাঞ্জাবি এবং সাদা পায়জামা পরে পিছন ফিরে দাঁড়িয়ে আছে দাদা। আর তার দুই পাশে চার বোন। তারা একে অন্যকে জড়িয়ে আছে। আর নেপথ্যে বাজছে মান্না দের গান সে আমার ছোট বোন গানটি।।
গত ৯ মে থেকে শ্যুটিং শুরু হয়েছে দাদামণি সিরিয়ালের। নীলাঞ্জনা শর্মার প্রোডাকশন হাউজের প্রযোজনায় আসছে এই সিরিয়াল।
আরও পড়ুন: বিভীষিকা নয়, এ যেন ম্যাজিক! ৭ দিনেই ৩ কোটির দোরগোড়ায় একেন বাবু, কী অবস্থা আমার বসের?
কে কী বলছেন?
এই প্রোমো প্রকাশ্যে আসার পর একদিকে যেমন দারুণ খুশি অভিনেতার অনুরাগীরা। তেমন কেউ কেউ বারবার এক নায়ককে নেওয়ার জন্য আপত্তি করেছেন। কারও মতে আবার 'ঠিক জমলো না প্রোমোটা।' কেউ আবার লেখেন, 'এসব গল্প কারা দেখেন?'
ফলে যেখানে টিআরপিতে হালে পানি না পেলে আকছার সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে সেখানে প্রতীক সেনের দাদামণি দর্শকদের মনে কেমন প্রভাব ফেলে সেটাই দেখার।