বক্স অফিসে রীতিমত দাপট দেখাচ্ছে একেন বাবু। বেনারসে যতই বিভীষিকা হোক না কেন, ব্যবসায় এবং দর্শকদের মন যে রীতিমত ম্যাজিক করে জিতে নিয়েছে একেন বাবু সেটা নিঃসন্দেহে বলা যায়। অন্যদিকে একই সঙ্গে কী অবস্থা আমার বসের?
আরও পড়ুন: 'মনে হল অন্য ঘরে...' জোড়া ভৌতিক ঘটনার সাক্ষী বং গাই! কী কী ঘটেছিল কিরণের সঙ্গে?
একেন বাবু ছবিটির বক্স অফিস কালেকশন
দ্য একেন বেনারসে বিভীষিকা ছবিটি বক্স অফিসে মুক্তির দিন ৩৪ লাখ ৭৫ হাজার টাকা আয় করে যা শনিবার বেড়ে হয় ৫৩ লাখ ৫০ হাজার টাকা। রবিবার আয়ের পরিমাণ আরও বেড়ে হয় ৭৯ লাখ ৭৫ হাজার টাকা। সোমবার আসতে আয়ের পরিমাণ কমলেও, ৩১ লাখ ১৯ হাজার টাকা ঘরে তুলে দাপট বজায় রাখে একেন বাবু। মঙ্গলবার এবং বুধবার যথাক্রমে এই ছবিটি বক্স অফিসে ২৫ লাখ ৬৮ হাজার এবং ২৭ লাখ ২১ হাজার টাকা আয় করেছে। বৃহস্পতিবার সেই আয়ের পরিমাণ ছিল ২৪ লাখ ৬৮ হাজার টাকা। ফলে এক সপ্তাহ পরে দ্য একেন: বেনারসে বিভীষিকা বক্স অফিসে মোট ২ কোটি ৭৮ লাখ টাকা আয় করেছে। এমনটাই জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের তরফে।
আমার বস ছবিটির বক্স অফিস কালেকশন
আমার বস ছবিটি একেন বাবু ফ্র্যাঞ্চাইজির এই নতুন ছবি মুক্তির এক সপ্তাহ আগে মুক্তি পেলেও এটিও বর্তমানে ৩ কোটি টাকার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এই ছবিটির বর্তমান মোট আয় ২ কোটি ৮৬ লাখ টাকা।
মুক্তির পর দ্বিতীয় সপ্তাহের শুক্রবার এই ছবিটি বক্স অফিসে ১৪ লাখ ৫৫ হাজার টাকা আয় করেছে। শনি এবং রবিবার সেই আয়ের পরিমাণ বেড়ে যথাক্রমে হয় ২০ লাখ ৩৩ হাজার এবং ২৯ লাখ ২৭ হাজার টাকা। সোমবার রাখি অভিনীত ছবিটি তাদের খাতায় ১২ লাখ ৬ হাজার টাকা যোগ করে। মঙ্গলবার এই ছবির আয় ছিল ১১ লাখ ৫৭ হাজার টাকা। বুধবার এবং বৃহস্পতিবার সেই আয়ের পরিমাণ কিছুটা করে কমে হয় ১০ লাখ ৯৩ হাজার এবং ১০ লাখ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।
আমার বস ছবিটি প্রসঙ্গে
আমার বস ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজিত এই ছবিতে আছেন রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র, প্রমুখ।
আরও পড়ুন: ৪ বোনের 'দাদামণি' আসছে শীঘ্রই! নাম ভূমিকায় প্রতীক? কোন চ্যানেলে কবে থেকে দেখা যাবে?
দ্য একেন বেনারসে বিভীষিকা প্রসঙ্গে
জয়দীপ মুখোপাধ্যায় এই ছবিটির পরিচালনা করেছেন। নাম ভূমিকায় আছেন অনির্বাণ চক্রবর্তী। তাঁর দুই সহচর হিসেবে আছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। এছাড়া অন্যান্য চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, স্বীকৃতি মজুমদার, প্রমুখ।