শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপে ভারত তাদের অভিযান শুরু করেছে রবিবার অর্থাৎ ৮ অক্টোবর। প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হয় পাঁচ বারের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের। ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া দল। তাদের ইনিংসের শেষ দিকে তারা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। ফলে মাত্র ১৯৯ রানেই অলআউট হয়ে যায় তারা।আর অজিদের বিরুদ্ধে ভারতের এই প্রথম ম্যাচেই এক অনন্য নজিরও গড়ে ফেলেছেন ভক্তদের আদরের 'হিটম্যান'।
কয়েকদিন আগেই রোহিত শর্মার নেতৃত্বে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। চলতি বিশ্বকাপেও শিরোপা জয়ের বিষয়ে অন্যতম ফেভারিট দল ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল এবার তাদের তৃতীয় শিরোপা জয়ের চেষ্টা করবে। ১৯৮৩ এবং ২০১১ সালের বিশ্বকাপ জয়ের পরে এবার তাদের তৃতীয় বিশ্বকাপ জয়ের চেষ্টা করবে তারা। বিশ্বকাপ জয়ের অভিযান রবিবারেই শুরু করেছে ভারতীয় দল। আর ভারতের অভিযান শুরুর দিনেই এক অনন্য নজিরও গড়ে ফেলেছেন রোহিত। মহম্মদ আজহারউদ্দিনকে টপকে দেশের ইতিহাসে বয়স্কতম অধিনায়ক হওয়ার নজির গড়েছেন রোহিত।
অজিদের বিরুদ্ধে এদিন টস করতে যখন যান রোহিত শর্মা সেই সময়ে তাঁর বয়স ছিল ৩৬ বছর বয়সী ১৬১ দিন। ১৯৯৯ সালে মহম্মদ আজহারউদ্দিন যখন প্রথম ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়ে তাঁর বয়স ছিল ৩৬ বছর ১২৪ দিন। অর্থাৎ আজহারউদ্দিনকে টপকে বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়া বয়স্কতম অধিনায়ক হওয়ার নজির গড়েছেন তিনি।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়। ২০০৭ সালের বিশ্বকাপে তিনি যখন ভারতকে নেতৃত্ব দেন তখন তাঁর বয়স ছিল ৩৪ বছর ৭১ দিন। চার নম্বরে রয়েছেন ভেঙ্কটরাঘবন। ১৯৭৯ বিশ্বকাপে প্রথম ম্যাচে যখন ভারতকে নেতৃত্ব দেন তখন তাঁর বয়স ছিল ৩৪ বছর ৫৬ দিন। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন এমএস ধোনি। তিনি ২০১৫ সালে যখন প্রথম ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন তখন তাঁর বয়স ছিল ৩৩ বছর ২৬২ দিন।