By
Published 5 May, 2025
Hindustan Times
Bangla কাজের ফাঁকে সময় পেলেই ইতিউতি বেড়াতে চলে যান। এবার বিপাশা বসুর গন্তব্য গোয়া।
গোয়ার হোটেলে পুলের সামনে মেয়ের সঙ্গে খোশ মেজাজে বিপাশা।
'যেন নজর না লাগে…', মেয়ের সঙ্গে ম্যাচিং করে 'নজর কাঠি' ব্রেসলেট পরেছেন বিপাশা।
গোয়ার এই হোটেলের টেরেস থেকে যেদিকে দুচোখ যায়, সেদিকে শুধুই সবুজ…। সেখানেই নিরিবিলিতে কিছুটা সময় কাটাচ্ছিলেন বিপাশা।
হোটেলে বিশেষ মধ্যাহ্নভোজের জন্য টেবিলে সাজানো নানান খাবার! সেই ছবিও পোস্ট করেছেন বিপাশা বসু।
হোটেলের সিঁড়িতে বসেই পুতুল নিয়ে খেলতে বসেছে ছোট্ট দেবী। নিষ্পাপ এই ছবি মন কাড়ে বৈকি!
গোয়াতে গিয়েও চিংড়ি মাছের মালাইকারিতে মন মজেছে বঙ্গ তনয়া বিপাশা।
গ্রীষ্মের দুপুর, মেয়েকে নিয়ে পুলের জলে সাঁতারে ব্যস্ত বিপাশা ও করণ।
আরও ওয়েব স্টোরির জন্য ক্লিক করুন…।