বাংলা নিউজ > ক্রিকেট > এই ইনিংস আত্মবিশ্বাস দেবে… ২৫ বলে অপরাজিত ৫৮ রান, ম্যাচের সেরা হয়ে কী বললেন DC-র সমীর রিজভি?
পরবর্তী খবর
এই ইনিংস আত্মবিশ্বাস দেবে… ২৫ বলে অপরাজিত ৫৮ রান, ম্যাচের সেরা হয়ে কী বললেন DC-র সমীর রিজভি?
2 মিনিটে পড়ুন Updated: 25 May 2025, 08:26 AM ISTSanjib Halder
এ দিনের ম্যাচ জয়ী ইনিংস খেলার পরে সমীর রিজভি বলেন, গত ২-৩ মাস ধরে তিনি যে কঠোর পরিশ্রম করেছিলেন এটি তারই ফল। তিনি স্বীকার করেছেন যে আগে তাঁর মধ্যে এই আত্মবিশ্বাস ছিল না যে এই পর্যায়ে তিনি এভাবে খেলতে পারবেন, কিন্তু এই এক ইনিংসের পর সেই আত্মবিশ্বাস এসে গিয়েছে।
ম্যাচের সেরা হয়ে কী বললেন DC-র সমীর রিজভি? (ছবি- AP)
আইপিএল ২০২৫-এর ৬৬তম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের সমীর রিজভি। তাঁর ব্যাটিং দক্ষতা দিল্লির জন্য একটি স্মরণীয় জয় এনে দেয়। আইপিএল ২০২৫-এর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে তিনি মাত্র ২৫ বলে অপরাজিত ৫৮ রান করেন। এর ফলে দিল্লি ছয় উইকেটে পঞ্জাব কিংসকে (PBKS) হারায়। ম্যাচটি শনিবার জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।
এ দিনের ম্যাচ জয়ী ইনিংস খেলার পরে সমীর রিজভি বলেন, গত ২-৩ মাস ধরে তিনি যে কঠোর পরিশ্রম করেছিলেন এটি তারই ফল। তিনি স্বীকার করেছেন যে আগে তাঁর মধ্যে এই আত্মবিশ্বাস ছিল না যে এই পর্যায়ে তিনি এভাবে খেলতে পারবেন, কিন্তু এই এক ইনিংসের পর সেই আত্মবিশ্বাস এসে গিয়েছে। এবং এখন তিনি মনে করেন যে, তিনি এটা করতে পারেন। তিনি যখন ব্যাট করতে নামেন, তখন দলের জয়ের জন্য ১০০-র বেশি রান দরকার ছিল। এই সময়ে তিনি প্রথম তিন-চারটি বল দেখে নেন এবং তারপর থেকেই নিজের শট খেলতে শুরু করেন। এই ইনিংস যে তাঁকে ভবিষ্যতের জন্য বাড়তি আত্মবিশ্বাস দেবে তাও স্বীকার করে নেন সমীর রিজভি।
আইপিএল ২০২৫-এর ৬৬তম ম্যাচে পঞ্জাব কিংসের দেওয়া দুর্ধর্ষ ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চাপে পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু রিজভির আত্মবিশ্বাসী ও সাহসী ইনিংস পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। তাঁর ইনিংসে ছিল তিনটি চারের পাশাপাশি চারটি বিশাল ছক্কা। দিল্লি ১৯.৩ ওভারে জয় নিশ্চিত করেন রিজভি। এই ইনিংসের জন্য তাঁকে ম্যাচ-সেরা (Player of the Match) নির্বাচিত করা হয়।
ম্যাচ শেষে ম্যাচের সেরা সমীর রিজভি বলেন, ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়ে ভালো লাগছে।’ তিনি আরও বলেন, ‘গত ২-৩ মাস ধরে নিজের খেলাটা নিয়ে কঠোর পরিশ্রম করছিলাম। আগে আত্মবিশ্বাস ছিল না যে ভালো খেলব, কিন্তু এই ইনিংসের পর সেটা এসে গিয়েছে।’
যখন রিজভি ক্রিজে আসেন, তখন দিল্লির দরকার ছিল আরও ১১৪ রানের বেশি। তিনি প্রথমে ৪-৫ বল সময় নিয়ে উইকেট বুঝে নিয়ে তারপর পঞ্জাবের বোলারদের ওপর চড়াও হন। নিজের এদিনের ইনিংসের ব্যাখ্যা করতে গিয়ে সমীর রিজভি বলেন, ‘যখন ব্যাট করতে নামি, তখন ১২০-র বেশি দরকার ছিল। ৪-৫ বল দেখে নিই, বুঝি যে উইকেট ভালো, তারপর শট খেলি।’
এই জয় দিল্লিকে প্লে-অফে নিয়ে যেতে পারেনি, তবে তাদের জন্য এটি একটি শক্তিশালী ও সম্মানজনক সমাপ্তি ছিল। বিশেষ করে রিজভির জন্য, যিনি নিজেকে ভবিষ্যতের সম্ভাবনাময় ফিনিশার হিসেবে নিজেকে চিহ্নিত করলেন। পঞ্জাব কিংস ইতিমধ্যে আইপিএল ২০২৫-এর প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে এবং বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।
রিজভি যখন ইনিংসের শেষ ধাপে ক্রিজে আসেন, তখন তাঁর সঙ্গী হন ত্রিস্তান স্টাবস (১৮*)। এই জুটি আর কোনও বিপদ হতে না দিয়ে তিন বল বাকি থাকতেই দিল্লিকে জয় এনে দেয়। এই জয়ের ফলে দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২৫-এ পঞ্চম স্থান অর্জন করল।